ব্ল্যাকপিঙ্ক ফিরবে, নাকি ফিরবে না—দোলাচলে ছিলেন ব্লিঙ্করা (ব্ল্যাকপিঙ্কের অনুরাগী)। মাঝখানে দুই বছর গানে ছিল না কে–পপ গার্ল গ্রুপটি। ব্যান্ডের চার প্রাণভোমরা জেনি, জিসু, রোজে ও লিসা একক ক্যারিয়ারে মন দিয়েছিলেন।
শঙ্কা পেছনে ফেলে সত্যি সত্যিই ফিরলেন তাঁরা। শুধু ফিরলেনই না, ফেরাটা জমিয়ে তুলেছেন জেনিরা। দক্ষিণ কোরিয়ার গোয়াং স্পোর্টস কমপ্লেক্সে শনি ও রোববার ‘ডেডলাইন’ কনসার্টে পাওয়া গেছে চার ব্ল্যাকপিঙ্ক তারকাকে। দুই দিনে ৭৮ হাজার ভক্ত কনসার্টটি উপভোগ করেছেন।
কে কী গাইলেন
দুই ঘণ্টার বেশি সময় ধরে ব্ল্যাকপিঙ্ক ২৭টি গান পরিবেশন করেছে। এর মধ্যে ছিল তাদের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি চার সদস্যের একক গান।
‘কিল দিজ লাভ’ ধরতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। গানটি নিয়ে উন্মাদনা ফুরানোর আগেই ‘পিঙ্ক ভেনম’ পরিবেশন করেছে ব্যান্ডটি। এরপর একে একে ‘হাউ ইউ লাইক দ্যাট’, ‘প্লেয়িং উইথ ফায়ার’ আর ‘শাটডাউন’-এর মতো হিট গানগুলো পরিবেশন করে ব্ল্যাকপিঙ্ক।
কনসার্টে জিসু গাইলেন তাঁর নতুন একক গান ‘আর্থকোয়েক’ ও ‘ইয়োর লাভ’; লিসা পরিবেশন করেন ‘নিউ ওম্যান’ ও ‘রকস্টার’; জেনি গেয়েছেন ‘মন্ত্র’ ও ‘লাইক জেনি’, আর রোজে গেয়েছেন ‘৩ এএম’, ‘টক্সিক টিল দ্য এন্ড’ এবং তার বিশ্বব্যাপী হিট গান ‘আপাতে আপাতে’।
অপ্রকাশিত গান ‘জাম্প’
আগেই জানানো হয়েছিল, কনসার্টে ব্ল্যাকপিঙ্কের নতুন গান পরিবেশন করা হবে। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। নতুন গান ‘জাম্প’ পরিবেশন করেছেন জেনি, লিসারা। গানটি কনসার্টে উপস্থিত শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। গানের ফাঁকে জিসু বলেন, ‘গানটি বারবার শোনার মতো, তাই না? আমরা চেয়েছি, তোমরাই প্রথমবার গানটা শোনো।’
আরেক তারকা জেনি যোগ করেন, ‘গোয়াং থেকে ট্যুর শুরু করতে পেরে আমরা কৃতজ্ঞ। বিশ্বের সব ব্লিঙ্কের সঙ্গে আবার দেখা হওয়ার জন্য আমরা মুখিয়ে আছি।
ওয়ার্ল্ড ট্যুর শুরু
এই কনসার্টের মধ্য দিয়ে ‘ডেডলাইন’ ট্যুর শুরু করেছে ব্ল্যাকপিঙ্ক। লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, টরন্টো, প্যারিস, লন্ডনসহ ১৬ শহরে মোট ৩১টি কনসার্টে গাইবেন জেনি, লিসারা।