দেড় যুগ আগে একের পর এক হিট গান উপহার দিয়েছেন মিলা। একই সময়ে সংগীতাঙ্গনে স্মরণীয় অভিষেক ঘটে ন্যান্সির। দুজনের গায়কির ধরন দুই রকম। দুই ধরনের গান গেয়ে মুগ্ধ করেন শ্রোতাদের। বাংলা গানে তাঁদের দাপুটে বিচরণ সেই ২০০৬ সাল থেকে। দুজনে একটানা লম্বা সময় ধরে গাইছেন। গানের কারণে দুজনের মধ্যকার সম্পর্কটাও দারুণ বন্ধুত্বের হয়ে ওঠে। একে অপরের ভালো-মন্দে পাশে থাকার চেষ্টা করেন। দুজনের কাজ নিয়ে প্রশংসা করতে ভোলেননি। দীর্ঘদিন পর মিলার দারুণভাবে ফিরে আসায় খুশি সহযাত্রী শিল্পী ন্যান্সিও। ফেসবুক পোস্টে মিলার গাওয়া চলচ্চিত্রের গানটি শেয়ার করে জানালেন প্রশংসা। বন্ধুর কাছ থেকে প্রশংসা পেয়ে আপ্লুত মিলাও।
ঈদের ছবি ‘ইনসাফ’-এ ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটি গেয়ে নতুন করে আলোচনায় মিলা ইসলাম। সুদীপ কুমারের লেখা গানটির সংগীত পরিচালক শওকত আলী ইমন। এই গানের মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর চলচ্চিত্রের কোনো গানে পাওয়া গেল মিলাকে। ‘ইনসাফ’ ছবির গানটিতে পর্দায় দেখা গেছে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণকে। ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটির নিজের ফেসবুকে শেয়ার করে ন্যান্সি লিখেছেন, ‘ঘুম ভেঙে উঠেই গুনগুনের গানের প্লেলিস্ট এ প্রথম “আকাশেতে লক্ষ তারা”। দোস্ত, তোমার বিকল্প তুমিই। শওকত আলী ইমন ভাই, জমে ক্ষীর হয়ে গেছে।’
ন্যান্সির এমন পোস্টে আপ্লুত মিলা। ধন্যবাদ নিয়ে মন্তব্যের ঘরে মিলা লিখেছেন, ‘ভালো সময় হোক, খারাপ সময় হোক, তুমি সব সময় আমার পাশে ছিলা। আমি যতবার টিভিতে লাইভ গিয়েছি, তুমি একটা ফোন দিয়েছ, আমাকে অন্য রকমভাবে উৎসাহিত করেছে। শিল্পীদের মধ্যে এমন সম্পর্ক আসলেই খুব কম দেখা যায়। শিল্পীরা যদি শিল্পীদের পাশে থাকে, ভালো সময়ে শুভেচ্ছা জানায়, খারাপ সময়ে সাহস দেয়, সেটাই অনেক বড় বিষয়।’
কথা প্রসঙ্গে মিলা এ–ও লিখেছেন, ‘অনেকেই কারও সফলতা দেখতে পারে না, কিন্তু আমরা যারা এক সাথে শুরু করেছিলাম, একে অপরকে যদি একটু করে সহযোগিতা করি, অনুপ্রাণিত করি, তাহলে সবাই মিলেই আরও অনেক দূর যাওয়া যায়। আমি চাই, তোমার মতো বন্ধু আমার আজীবন থাকুক। পেশাগত জীবনে আসলেই এমন বন্ধু মেলে না, কিন্তু জীবনের পথে এমন কিছু মানুষ দরকার, যারা নিজের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্যও একটা ইতিবাচক উদাহরণ তৈরি করে। তুমি সব সময় আমার পাশে ছিলা, অনুপ্রেরণা দিয়েছব—এর জন্য কৃতজ্ঞতা জানাই। এই গানটার সময়ও আমাকে অনেক সাহস দিয়েছ। অনেক ভালোবাসা, দোস্ত।’
কথায় কথায় ন্যান্সির নতুন গান শোনার অপেক্ষার কথাও জানালেন মিলা। বললেন, ‘তোমার (ন্যান্সি) গান সব সময় অসাধারণ হয়, নতুন কিছু শোনার জন্য আমি প্রতিবারই অপেক্ষায় থাকি। এভাবেই সামনে এগিয়ে যাও।’
মিলার এমন মন্তব্যে ন্যান্সি লিখেছেন, ‘আমাদের একমাত্র রকস্টার, তোমার জন্য ভালোবাসা ও সজরো করতালি। তুমি ভেঙেছ বাধার দেয়াল, চ্যালেঞ্জ করেছ চলতে থাকা নিয়মে, আর অনুপ্রাণিত করেছ অসংখ্য মানুষকে তোমার সাহসী কণ্ঠে। তুমি শুধুই একজন সংগীতশিল্পী নও, তুমি এক চলমান আন্দোলন। এই নতুন অধ্যায় হোক আরও শক্তি, আবেগ আর স্মরণীয় সুরে ভরপুর। রক অন, রানি।’