মাহাদী ফয়সাল। সাজিদ হোসেন
মাহাদী ফয়সাল। সাজিদ হোসেন

‘সুনীল–বরুণা’ গায়ক মাহাদী এখন কোথায়

‘তুমি বরুণা হলে হব আমি সুনীল’ দিয়ে মূলধারায় আত্মপ্রকাশ আর শ্রোতৃপ্রিয়তা। ‘মেঘ হয়ে কাঁদো বলে’, ‘মালিক রব্বানা’ কিংবা ‘কত কাছে তোমার’ গানগুলোও পরে সাড়া ফেলেছে। দীর্ঘদিন অনিয়মিত থাকার পর নতুন উদ্যমে ফিরছেন মাহাদী ফয়সাল। বছর শেষে আসছে নতুন গান, নজরুলসংগীত নিয়েও রয়েছে পরিকল্পনা। তাঁর আরও খোঁজখবর করলেন নাজমুল হক

১৯৯৫ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ভক্তিমূলক গানে জাতীয় পর্যায়ে তৃতীয় হন মাহাদী। পরের বছর জাতীয় শিক্ষা সপ্তাহে লোকগীতে প্রথম। ২০০৫ সাল বন্ধু ও শিক্ষকদের উৎসাহে ‘ক্লোজআপ ওয়ান’-এ নাম লেখান। একে একে বেশ কটি পর্ব পেরিয়ে জায়গা করে নেন সেরা এগারোতে। যদিও সেরা দশে থেমে গিয়েছিল যাত্রা, তবে তত দিনে দেশজুড়ে পরিচিতি পেয়ে যান মাহাদী। নিজ শহরে পোস্টারিং, ভক্তদের উচ্ছ্বাস—এসবই ছিল জীবনের স্মরণীয় মুহূর্ত।

অনেকে ভাবেন আমি বিরতিতে ছিলাম, আসলে সব সময়ই কাজ করেছি। তবে সংখ্যার চেয়ে ভালো গানের দিকেই মনোযোগ দিয়েছি। শ্রোতাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা ছিল সব সময়।
মাহাদী ফয়সাল

কাভার গান নিজের গান
‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার পর শুরু হয় কনসার্ট নিয়ে ব্যস্ততা। ২০০৭ সালে গানচিল মিউজিক থেকে প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘বন্দনা’। আসিফ ইকবালের লেখা ও প্রিন্স মাহমুদের সুরে ‘সুনীল-বরুণা’ তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ‘ক্লোজআপ ওয়ানে পরিচিতি এসেছিল গান কাভার করে, কিন্তু “সুনীল-বরুণা” আমাকে নিজের গান দিয়েই পরিচিত করেছে,’ বলেন মাহাদী।

২০০৯ সালে এলিটার সঙ্গে ডুয়েট অ্যালবাম অন্তহীন। ‘হৃদয়ের ঝড়ে’, ‘নিঝুম রাত’, ‘ভোরের শিশির’ গানগুলো দিয়ে মাহাদী-এলিটা জুটি জনপ্রিয়তা অর্জন করে। কনসার্টেও ব্যস্ততা বাড়তে থাকে। ২০১১ সালে আসে দ্বিতীয় একক অ্যালবাম ‘অন্যরকম’, আর ২০১৫ সালে এলিটার সঙ্গে ‘চল অন্তহীন’।

মাহাদী ফয়সাল। সাজিদ হোসেন

গান থামেনি
আস্তে আস্তে অডিও ইন্ডাস্ট্রি বদলে যায়, কমতে থাকে অ্যালবামের সংখ্যা। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য একক ট্র্যাক প্রকাশ করতে শুরু করেন মাহাদী। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ব্যানারে একের পর এক গান প্রকাশিত হতে থাকে। করোনাকালেও থেমে থাকেননি তিনি। প্রায় তিন শ তারকাকে নিয়ে ‘এসো সবাই’ শিরোনামের মোটিভেশনাল গানে কণ্ঠ দেন। গানটির নির্বাহী প্রযোজকও তিনি। গানচিলের ব্যানারে আসে ‘যখন যুদ্ধে আছি’। এরপর প্রকাশ পায় ‘কেউ বোঝে তো কেউ বোঝে না’, যা লিখেছেন আসিফ ইকবাল, সুর দিয়েছেন মিনার রহমান। ইমন চৌধুরীর সুর ও আসিফ ইকবালের কথায় চলতি বছর প্রকাশ পেয়েছে নতুন গান ‘কত কাছে তোমার’।

মাহাদী বলেন, ‘অনেকে ভাবেন আমি বিরতিতে ছিলাম, আসলে সব সময়ই কাজ করেছি। তবে সংখ্যার চেয়ে ভালো গানের দিকেই মনোযোগ দিয়েছি। শ্রোতাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা ছিল সব সময়।’

মাহাদী ফয়সাল। সাজিদ হোসেন

কেমন আছেন
গানের ভুবনের বাইরে মাহাদী একজন পুরোদস্তুর করপোরেট চাকরিজীবী। ২০১০ সালে আরিফা রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে জন্ম নেয় তাঁদের একমাত্র কন্যা যুয়েনা ফাতিহা। বর্তমানে পরিবার নিয়ে ঢাকাতেই আছেন মাহাদী ফয়সাল।
চলতি বছরের শেষ নাগাদ আরও একটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। সব প্রস্তুত, কেবল রেকর্ডিং বাকি। পাশাপাশি নজরুলসংগীত নিয়ে কয়েকটি নতুন প্রকল্পেও ব্যস্ত সময় যাচ্ছে। নতুন গান, পুরোনো অভিজ্ঞতা আর নিজস্ব ছন্দ—এবার সত্যিই ফিরছেন মাহাদী।