জাস্টিন বিবার। রয়টার্স
জাস্টিন বিবার। রয়টার্স

সবাইকে চমকে দিলেন জাস্টিন বিবার

কয়েক বছর ধরে জাস্টিন বিবার খবরের শিরোনাম হয়েছেন অসুস্থতা, কনসার্ট স্থগিত করা আর স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না—এমন সব বিষয় নিয়ে। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে বিবারের সঙ্গে গানের যেন অলিখিত একটা দূরত্ব তৈরি হয়েছিল। অবশেষে ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করলেন কানাডীয় গায়ক। কোনো পূর্বঘোষণা ছাড়াই বিবারের নতুন অ্যালবাম ‘সোয়্যাগ’ প্রকাশিত হয়েছে আজ। খবর বিবিসির

২০টি গানের অ্যালবামটিতে রয়েছে ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রামের গল্প। কয়েক বছর ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে ভুগছেন গায়ক। মনে করা হচ্ছে, গানে গানে নিজের জীবনের গল্পই শ্রোতাদের সামনে হাজির করেছেন তিনি।

ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে বিবারকে দেখা গেছে স্ত্রী হেইলি বিবার ও তাঁদের সন্তানকে নিয়ে হাজির হতে। বিবারের ইনস্টাগ্রাম থেকে

ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে বিবারকে দেখা গেছে স্ত্রী হেইলি বিবার ও তাঁদের সন্তানকে নিয়ে হাজির হতে। গানের সঙ্গে পারিবারিক চিত্রও আলোচনায় এসেছে। মনে করা হচ্ছে, ছবিটি প্রকাশ করে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে পানি ঢেলে দিলেন বিবার। অ্যালবামটিতে বিবারের সঙ্গে কাজ করেছেন সেক্সি রেড, ক্যাশ কোবেইন ও গানার মতো র‍্যাপাররা। অ্যালবামের দৈর্ঘ্য প্রায় এক ঘণ্টা।

অ্যালবামের নাম ‘সোয়্যাগ’ কেন, এটা নিয়েও বিস্তর চর্চা চলছে। ধারণা করা হচ্ছে, অ্যালবামের নাম বিবার নিয়েছেন ২০১২ সালে প্রকাশিত নিজের হিট গান ‘বয়ফ্রেন্ড’ থেকে। যে গানের লাইন ছিল এমন, ‘সোয়্যাগ, সোয়্যাগ, সোয়্যাগ, অন ইউ।’

জাস্টিন বিবার। রয়টার্স

চার বছর পর নতুন অ্যালবাম প্রকাশে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই গায়ককে শুভকামনা জানিয়েছেন। ব্যক্তিগত জটিলতা কাটিয়ে গানে ফেরার জন্য অভিনন্দন জানিয়েছেন।

অ্যালবামের পেছনে রয়েছে এক জটিল আবেগময় প্রেক্ষাপট। সাম্প্রতিক মাসগুলোয় পাপারাজ্জিদের হস্তক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন বিবার।

বাবা দিবসে আলোকচিত্রীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আমি এখন বাবা, একজন স্বামী; এটা আপনারা বুঝতে পারছেন না।’ সে ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। বিষয়টি উঠে এসেছে অ্যালবামের ‘বাটারফ্লাইজ’ গানে। এ ছাড়া বিবাহিত জীবনের টানাপোড়েনও উঠে এসেছে অ্যালবামের গানে। যেখানে সম্পর্কের অনিশ্চয়তা ও আবেগ ধরা দিয়েছে।