জসীমের তিন ছেলে—এ কে সামী, এ কে রাহুল এবং এ কে রাতুল
জসীমের তিন ছেলে—এ কে সামী, এ কে রাহুল এবং এ কে রাতুল

‘আব্বুর সঙ্গে তিন ভাইয়ের সব গল্প শেয়ার কইর’

রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল মারা গেছেন রোববার। তিনি চিত্রনায়ক জসীমের মেজো ছেলে। সংগীতাঙ্গন থেকে চলচ্চিত্রজগৎ—সবখানেই শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনকে হারিয়ে যখন চারপাশ নিস্তব্ধ, তখন সেই শূন্যতা শব্দে পূর্ণ করেছেন ছোট ভাই রাহুল। তাঁর এক ফেসবুক পোস্টে উঠে এসেছে দুই ভাইয়ের না-বলা অনেক গল্প।

রাতুলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম যেন হয়ে উঠেছিল শোকবই। পরিচিত–অপিরিচিত অনেক মানুষের আবেগ ছুঁয়ে গিয়েছিল রাতুলের মৃত্যু। ফেসবুক পোস্টে রাহুল লিখেছেন, ‘স্ক্রল করি আর ভাইটার জন্য আপনাদের ভালোবাসা দেখি। ভেঙে পড়ছি অনেক। আমার ভাইকে নিয়ে প্রতিদিন অনেক কিছু বলব, কেউ কিছু মনে নেবেন না। ধন্যবাদ আপনাদের। রাতুলকে আমরা সবাই বাঁচিয়ে রাখি।’
পোস্টে রাহুল আরও লিখেছেন, ‘পৃথিবীতে একটা এ কে রাতুল ছিল, এ রকম মানুষ আর কোনো দিন আসবেও না। ভাই রে, প্রতিজ্ঞা করছি—যা করি, সেটা করে যাব। প্রতি শোয়ের পর তুমি আমার গিটার টোন গুঁতাইতে চাইতে, এখন কেউ নাই গুঁতানোর। কিন্তু তা–ও করে যাব তোমার জন্য। ওপর থেকে দেখে হাসিটা দিও।’

দুই ভাইয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মুহূর্তগুলো তুলে ধরে রাহুল লিখেছেন, ‘রেসলিং নিয়ে কী হচ্ছে আপডেট দেবোনে, কেমনে দেব জানি না। তোমার জন সিনা বেশি দিন তো রেসলিং করবে না, দেখি কী হয়। বলছিলে জিটিএ-৬ আসলেই প্রি-অর্ডার করতে চাও, মন খারাপ হয়ছিল যখন পিছিয়ে গেছে। তোমার কনসোলেই ওইটা শেষ করব আমি।’
সোমবার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাতুল। বাবা জসীমের কবরেই সমাহিত করা হয়েছে তাঁকে। বাবা আর ভাইয়ের উদ্দেশে রাহুল লিখেছেন, ‘আব্বুর সঙ্গে সব স্টোরি শেয়ার কইর, তিন ভাই মিলে কী আকামগুলা করছি। হালকা ফিল্টার কইর।’

প্রয়াত চিত্রনায়ক জসীমের তিন ছেলে—এ কে সামী, এ কে রাতুল ও এ কে রাহুল। শৈশবে বাবাকে হারানো তিন ভাই একে অন্যের হাত ধরে বড় হয়েছেন। বাবার মতো চলচ্চিত্রে নয়, তিনজনই বেছে নেন সংগীতের পথ। রোববার (২৭ জুলাই) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাতুলের।