বব ডিলান
বব ডিলান

বব ডিলানের সর্বকালের সেরা পাঁচ গান

কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী বব ডিলানের সর্বকালের সেরা গানের তালিকা প্রকাশ করেছে সংগীতবিষয়ক সংবাদমাধ্যম সিঙ্গারসরুম। তালিকার শীর্ষে রয়েছে ‘লাইক আ রোলিং স্টোন’, সঙ্গে রয়েছে ‘ব্লোইন ইন দ্য উইন্ড’, ‘টাইমস দে আর-আ-চেঞ্জিং’-এর মতো গান।

১. ‘লাইক আ রোলিং স্টোন’

১৯৬৫ সালের ২০ জুলাই বব ডিলানের গাওয়া ‘লাইক আ রোলিং স্টোন’ গানটি মুক্তি পায়। এটি বব ডিলানের পছন্দের একটি গান। গানটি তিনি সব সময় পছন্দের সংক্ষিপ্ত তালিকায় রাখতেন। এটি ১৯৬৫ সালে রেকর্ড করার পর ডিলান বলেছিলেন, ‘আমি এটি লিখেছি। আমি ব্যর্থ হইনি। এটা একদমই সোজা কথায় লেখা।’ সে সময় ডিলানের বয়স ছিল মাত্র ২২ বছর।

২. ‘ব্লোইন ইন দ্য উইন্ড’
১৯৬৩ সালে প্রকাশিত হয়েছে গানটি। এটি ষাটের দশকে যুক্তরাষ্ট্রে সিভিল রাইটস আন্দোলনে জাতীয় সংগীতে পরিণত হয়েছিল। ‘ব্লোইন ইন দ্য উইন্ড’ গানটি অবলম্বনে কবীর সুমন লিখেছেন, ‘কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়?’

৩. ‘টাইমস দে আর-আ-চেঞ্জিং’

‘ব্লোয়িন ইন দ্য উইন্ড’-এর মতো ‘টাইমস দে আর-আ-চেঞ্জিং’ গানটিও ষাটের দশকে যুক্তরাষ্ট্রে সিভিল রাইটস আন্দোলনে জাতীয় সংগীতে পরিণত হয়েছিল। ১৯৬৪ সালে প্রকাশিত ‘টাইমস দে আর-আ-চেঞ্জিং’ গানের শিরোনাম সংগীত এটি।

৪. ‘ট্যাঙ্গেলড আপ ইন ব্লু’
১৯৭৫ সালে প্রকাশিত ‘ব্লাড অন দ্য ট্র্যাকস’ অ্যালবামে গানটি তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

বব ডিলান

৫. ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’

‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’ গানটি ১৯৬৫ সালে রেকর্ড ও প্রকাশ করেছিলেন বব ডিলান। ১৯৬৪ সালের মার্চ মাসের এক রাতে সুপরিচিত সংগীত সাংবাদিক আল অ্যারোনোভিটজের বাসায় ছিলেন তিনি। ঘুমিয়ে পড়েছিলেন অ্যারোনোভিটজ, কিন্তু রাত জেগে কাটাকুটি করতে করতে নিবিষ্ট মনে নতুন একটি গান লেখায় বিভোর ছিলেন ডিলান। নিউ জার্সির সেই বাসায় তাঁর টাইপ রাইটারেই গানটির খসড়া করেছিলেন ২২ বছর বয়সী ডিলান।