Thank you for trying Sticky AMP!!

মেলবোর্নে সোলসের কনসার্টে পার্থ বড়ুয়া ও তাঁর মেয়ে রূপা বড়ুয়া

অস্ট্রেলিয়ায় পিএইচডি করছেন রুপা, বাবা পার্থ বড়ুয়ার সঙ্গে মঞ্চে গাইলেন এ এমন পরিচয়...

আবারও পার্থ বড়ুয়ার সঙ্গে এক মঞ্চে দেখা গেল তাঁর একমাত্র মেয়ে রূপা বড়ুয়াকে। বাবা–মেয়ে একসঙ্গে গেয়েছেন সোলসের বিখ্যাত দুটি গান। সাক্ষী হয়ে রইল মোলবোর্নের সেই মঞ্চের সামনে থাকা দর্শক–শ্রোতারা। গান শুনে তাঁরা প্রকাশ করেছেন মুগ্ধতাও। পার্থ বড়ুয়ার সঙ্গে তাঁর মেয়ে রূপা বড়ুয়ার এক মঞ্চে গাওয়ার মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মেলবোর্নে সোলসের কনসার্টে পার্থ বড়ুয়া ও তাঁর মেয়ে রূপা বড়ুয়া

জানা গেছে, ২ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্নের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়েরেবি রেসিং ক্লাবে সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের একটা পর্যায়ে সোলসের অন্য সদস্যদের সঙ্গে মঞ্চে দেখা যায় রূপাকে। ‘সোলস লাইভ ইন বৈশাখী মেলা ২০২৪’ অনুষ্ঠানে গাইতে পারাটা জীবনের অন্য রকম একটা আবেগপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন পার্থ বড়ুয়ার মেয়ে। রূপা তাঁর বাবার সঙ্গে মঞ্চে গেয়েছেন, ‘এ এমন পরিচয়’ এবং ‘রাত এখনো বাকি’—দুটি গান।

প্রতিষ্ঠার ৫০ বছর পার করছে ব্যান্ড সোলস। এ উপলক্ষে দেশ ও দেশের বাইরে কনসার্টে গাইছে দেশের ঐতিহ্যবাহী গানের দলটি। এই মুহূর্তে দলটি আছে অস্ট্রেলিয়ায়। গত শনিবার মেলবোর্নের একটি মঞ্চে গান পরিবেশন করে দলটি। সেখানে থাকা দর্শক–শ্রোতার বাবা–মেয়ের অসাধারণ এই দৃশ্যের সাক্ষী হয়েছেন। এদিকে মেয়ের সঙ্গে একই মঞ্চে গান—বাবা পার্থ বড়ুয়া এটিকে তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত মনে করছেন।

Also Read: ৫০ বছর পূর্তিতে কী করবে জানাল সোলস

পার্থ বড়ুয়ার মেয়ে রূপা বড়ুয়া ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে মেলেবার্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে ডেটা সায়েন্স নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে পিএইচডি করছেন। আজ সোমবার সকালে মেলবোর্ন থেকে প্রথম আলোকে রূপা বলেন, ‘বাবা চাইছিল আমি যেন এবারও তাঁদের সঙ্গে গান গাই। বলা যায়, আমারও শখের বশে গান গাওয়া। উপস্থিত সবাই বেশ উপভোগ করেছে। দর্শকসারিতে আমার মা ছিলেন, মাও দেখলাম খুব এনজয় করছেন। বন্ধুদের অনেকেও ছিল, তারাও বাহবা দিয়েছে।

মেলবোর্নে সোলসের কনসার্টে পার্থ বড়ুয়ার মেয়ে রূপা বড়ুয়া

সোলসের সবার সামনেই তো আমার বেড়ে ওঠা। যাঁদের চোখের সামনে বেড়ে ওঠেছি, সেই তাঁদের সঙ্গে এক মঞ্চে গাইবার ব্যাপারটি নিঃসন্দেহে অন্য রকম ভালো লাগার। আমারও মজাই লাগল গান গেয়ে।’

আপনাকে কি পেশাদার গানে পাওয়া যাবে? এমন প্রশ্নে রূপা বললেন, ‘পেশাদারভাবে গান গাইতে গেলে প্রচুর সময় দিতে হয়। প্র্যাকটিসের বিষয় আছে। আমার আসলে পড়াশোনার অনেক চাপ ছিল। এখনো সেই চাপ আছে। তবে গান গাইতে কিন্তু ভালো লাগে। যখন গাই, মনের আনন্দে গাই। ভবিষ্যতের নিয়মিত হবো কি না, এখনো বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, দেখা যাক।’

৫০ বছর পূর্তি উপলক্ষে গান প্রকাশের পাশাপাশি নিয়মিত কনসার্টেও গাইছে ‘সোলস’। এরই অংশ হিসেবে মাস ছয়েক আগে মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দলটি। তখনো এক মঞ্চে পার্থ বড়ুয়ার সঙ্গে তাঁর মেয়ে রূপাকে গাইতে দেখা গেছে। ওই সময় পার্থ বড়ুয়া বলেছিলেন, ‘রূপা প্রচণ্ড রকম মিউজিক লাভার।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের মঞ্চে গাইবার সময় (বাম থেকে) পার্থ বড়ুয়া তাঁর মেয়ে রূপা বড়ুয়া ও সোলস ব্যান্ডের সদস্য নাসিম আলী খান

তবে আমাদের বাবা–মেয়ের একসঙ্গে কোনো দিন কোনো মঞ্চে গাওয়া হয়নি। আমরা মঞ্চে গাওয়ার একটা পর্যায়ে নাসিম ভাই (নাসিম আলী খান) রূপাকে ডেকে নেন। এরপর রূপা গানটি শ্রোতাদের সামনে গায়। আমার জীবনে অনেক স্মরণীয় মুহূর্ত এসেছে, তবে এই মুহূর্তের ভালো লাগা অসীম। এটা ভাষায় প্রকাশ করতে পারব না। জীবনের সেরা মুহূর্ত হিসেবে থাকবে।’
কনসার্ট শেষে ১২ মার্চ পার্থ বড়ুয়াসহ সোলসের পুরো দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।