
ঘোরাঘুরি করতে পছন্দ করেন গীতিকার, গায়ক ও সুরকার আহমেদ রাজীব এবং অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ। ঘোরাঘুরি করতে করতেই একসময় দুজন মিলে গড়ে তোলেন ট্রাভেল ব্যান্ড হ্যালির ধূমকেতু। প্রথমে দুটি গান কাভার করেছেন। এবার আর কাভার গান নয়, নিজেদের মৌলিক গান নিয়ে হাজির হলেন তাঁরা। তা–ও আবার একসঙ্গে দুটি গান প্রকাশ করলেন। ‘মেঘে মেঘে’ ও ‘হাওয়ার চিঠি’ শিরোনামে গান দুটির অডিও ভার্সন প্রকাশিত হয়েছে।
ইমতিয়াজ বর্ষণ জানালেন, অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিক, স্পটিফাই, আইটিউনসসহ বৈশ্বিক বেশ কয়েকটি অডিও প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গান দুটি। ‘হাওয়ার চিঠি’ গানের কথা লিখেছেন মহি মুহাম্মদ। সুর করেছেন আহমেদ রাজীব। অন্যদিকে ‘মেঘে মেঘে’ গানটির কথা ও সুর করেছেন অভিনেতা ও সংগীতশিল্পী ইমিতিয়াজ বর্ষণ। দুটি গানে কণ্ঠ দিয়েছেন আহমেদ রাজীব ও ইমতিয়াজ বর্ষণ।
আহমেদ রাজীব বলেন, ‘মহীনের ঘোড়াগুলির মতো একটা গানের দল বা প্রজেক্ট করার ইচ্ছা অনেক দিনের! এর সূত্র ধরেই আমার আর বর্ষণের এক হওয়া! সঙ্গে ছিল সুজনসহ আরও দারুণ কয়েকজন মিউজিশিয়ান!...মাত্র দুটি গান দিয়ে শুরু হলো, শেষ হতে দেরি আছে! কারণ, গত দুই বছরে অনেক গান জমে গেছে। হ্যালির ধূমকেতুর মতোই মাঝেমধ্যে দেখা দেব, আপাতত এটাই পরিকল্পনা!’
গান দুটি প্রকাশ্যে আনা প্রসঙ্গে ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘বেশ কিছু গান অডিও রেকর্ড করেছিলাম। এর মধ্যে দুটি গান শ্রোতাদের সামনে আনার সিদ্ধান্ত নিই আমরা। তবে গানের ভিজ্যুয়াল আসতে সময় লাগবে।’ ইমতিয়াজ বর্ষণ আরও বলেন, ‘গান দুটি খুব যত্ন নিয়ে করা। এই প্রথম আমাদের মৌলিক গান সবার সামনে আনতে পেরেছি, খুব ভালো লাগছে। “হ্যালির ধূমকেতু” ব্যান্ড এভাবেই হঠাৎ ধূমকেতুর মতো গান নিয়ে আসবে। শ্রোতাদের আশীর্বাদ যেন আমাদের সঙ্গে থাকে সব সময়। গান দুটি কেমন লাগল, শ্রোতারা যেন আমাদের জানান। তাঁদের ভালো লাগা, মন্দ লাগা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেব।’
ভিন্নধর্মী নামকরণের কারণ হিসেবে ইমতিয়াজ বর্ষণ জানান, আহমেদ রাজীব ও বর্ষণ একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে যান। বেড়াতে গিয়ে অনেক সময় তাঁরা গান লেখেন এবং তাতে সুর দেন। এরপর নিজেরাই গান। সেখান থেকেই ভাবনা আসে এই ট্রাভেল ব্যান্ডের। যেই ভাবনা, সেই কাজ। গঠন করেন ব্যান্ড হ্যালির ধূমকেতু।