
বাগ্দানের ঘোষণা দিলেন গায়িকা টেলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে দেওয়া পোস্টে তাঁরা লিখেছেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’ সঙ্গে ছিল কেলসের সুইফটকে প্রস্তাব দেওয়ার কয়েকটি ছবি। ঘোষণার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে যায়। ইনস্টাগ্রামে দেওয়া পোস্ট ২০ মিনিটের কম সময়ে ১৮ লাখের বেশি লাইক পেয়েছে।