
কনসার্ট শুরুর আগে থেকেই মিলনায়তনের বাইরে ভিড় আর শুরুর পর গানে আর নাচে যেন ভিন্ন জগতে হারিয়ে যাওয়া; মঞ্চে যখন শাকিরা থাকেন, এ ছাড়া আর কীই–বা হতে পারে। গত বুধবার রাতেও মেক্সিকো সিটিতে দেখা গেল এমন দৃশ্য। এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—