Thank you for trying Sticky AMP!!

হামিদা বানু

ঢাকায় কোক স্টুডিও বাংলা কনসার্টে গাইবেন হামিদা বানু

এবার ঢাকার কনসার্টে গাইবেন হাসন রাজার ‘দিলারাম’ গান গেয়ে পরিচিতি পাওয়া সুনামগঞ্জের লোকসংগীতশিল্পী হামিদা বানু। ১০ নভেম্বর আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিও বাংলা কনসার্টে তাঁকে গাওয়ার আমন্ত্রণ জানিয়েছে কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ।
গত ৯ সেপ্টেম্বর কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘দিলারাম’ গানে কণ্ঠ দেন হামিদা বানু। এখন পর্যন্ত গানটি প্রায় এক কোটির বেশিবার শোনা হয়েছে।
প্রায় চার বছর ধরে হাসন রাজা মিউজিয়ামে কাজ করছিলেন ৪৭ বছর বয়সী হামিদা। গত বছর বন্যায় মিউজিয়ামটি বন্ধের পর রুটিরুজি নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি।

Also Read: প্রথম আলোতে খবর প্রকাশের পর বাড়ি পাচ্ছেন লোকসংগীতশিল্পী হামিদা বানু

ঠিকানাহীন হামিদা বানু আট বছর বয়সী মেয়ে সোয়ানাকে নিয়ে আপাতত হাসান রাজার প্রপৌত্র ও হাসন রাজা মিউজিয়ামের ব্যবস্থাপনা পরিচালক সামারীন দেওয়ানের বাড়িতে আশ্রয়ে আছেন।
তাঁকে নিয়ে ২৪ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘গানই জেলমুক্ত করেছিল তাঁকে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর তাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বাড়ি বুঝে পেলে আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে উঠবেন তিনি। সঙ্গে হাসন রাজার গানের চর্চা চালিয়ে যাবেন।

Also Read: অনুপ্রবেশের দায়ে ভারতে জেল খেটেছেন, গানই জেলমুক্ত করেছিল তাঁকে

হামিদা বানু ছাড়াও এবারের কোক স্টুডিও বাংলা কনসার্টে অর্ণব, ইমন চৌধুরী, অনিমেষ রায়, এরফান মৃধা শিবলু, প্রীতম, নন্দিতা, হামিদা বানু, আলেয়া বেগম, ইসলাম উদ্দিন পালাকারসহ কোক স্টুডিও বাংলার শিল্পীরা থাকবেন। কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে ‘কথা কইয়ো না’, ‘নদীর কূল’, ‘দেওরা’, ‘দাঁড়ালে দুয়ারে’, ‘দিলারাম’-এর মতো আলোচিত গান প্রকাশ করা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা করে কোক স্টুডিও বাংলা। গত বছরই প্রথম মৌসুমে বেশ কিছু আলোচিত গান করেছে প্ল্যাটফর্মটি; এই বছর দ্বিতীয় মৌসুমও শেষ হয়েছে।