সরস রঙ্গ ও কৌতুকের জন্য ভানু বন্দ্যোপাধ্যায়ের খ্যাতি দুই বাংলাজুড়ে। ঢাকার সন্তান বলেই ‘ঢাকার ভানু’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি১৯৪৬ সালের ২৬ ফেব্রুয়ারি সুশীল মজুমদার পরিচালিত ‘জাগরণ’-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ভানুবিমল রায় পরিচালিত ‘মন্ত্রমুগ্ধ’, প্রেমেন্দ্র মিত্রের‘সেতু’, সত্যেন বোসের ‘বন্দিশ’, দুলাল গুহের ‘এক গাঁও কি কাহানি’ ভানু অভিনীত চলচ্চিত্রপ্রায় ২৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি
বিজ্ঞাপন
আড্ডায় উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ভানু বন্দ্যোপাধ্যায়, অজিত চ্যাটার্জি এবং জহর রায়
বিজ্ঞাপন
১৯৪১ সালে হিন্দু-মুসলমান দাঙ্গা শুরু হলে ঢাকা থেকে কলকাতায় চলে যান ভানু১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন ভানু বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর ৩৮তম মৃত্যুবার্ষিকী