Thank you for trying Sticky AMP!!

‘হুব্বা’য় মোশাররফ করিমের অভিনয় প্রশংসিত হচ্ছে। কোলাজ

মোশাররফ করিমের ‘মাস্তানি’তে মুগ্ধ তাঁরা

গতকাল শুক্রবার বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ব্রাত্য বসুর সিনেমা ‘হুব্বা’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনয়শিল্পী মোশাররফ করিম। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে ছবিটি, হুব্বার চরিত্রে মোশাররফ করিমকে প্রশংসায় ভাসিয়েছেন সমালোচকেরা।

Also Read: হুব্বা: এ কোন মোশাররফ করিম!

‘প্রধান চরিত্রে ওপার বাংলার মোশাররফ করিমের মস্তানি এতটাই বিশ্বাসযোগ‌্য, অবাক হতে হয়’, এভাবেই মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করা হয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণে।

এই সমালোচনায় আরও বলা হয়েছে, ‘এলাকার ডন আর পুলিশের লড়াই কেমন চাবুক টানটান হতে পারে, ইন্দ্রনীল আর মোশাররফের দৃশ‌্যগুলো দেখিয়ে দিয়েছে। এই পুলিশেরই দাম্পত‌্য জীবনে কত জটিল বাঁক থাকতে পারে, তা-ও দেখার।’
হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে সিনেমাটি সম্পর্কে লেখা হয়েছে, ‘সব মিলিয়ে বলা যায়, বাংলার প্রেক্ষাপটে আরও একটা “ডন” বানিয়ে ফেলেছেন পরিচালক ব্রাত্য বসু।

‘হুব্বা’র দৃশ্য। ছবি : ভিডিও থেকে

যে গল্প ফিল্মির থেকেও অনেক বেশি বাস্তব। তবে আবার “হুব্বা”তে মিশেছে বাণিজ্যিক বাংলা ছবির মসলাও। সব মিলিয়ে পাকা রাঁধুনির মতোই রান্নাটা করেছেন পরিচালক ব্রাত্য বসু। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সেভাবে কোনো ফাঁকফোকর নেই। কোথাও সেভাবে মনে হবে না, এই মসলার পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে, আরেকটু কম হলে ভালো হতো। বলা ভালো “হুব্বা”বেশ পোক্ত হাতে তৈরি ছবি, যেখানে আগাগোড়া বিনোদনের সব রসদই রয়েছে। আবার তাতে কোথাও এতটুকু বাড়াবাড়ি নেই। গল্পটা কোথাও বাস্তব না মনে হয়ে অতিরিক্ত ফিল্ম মনে হয়নি।’

মোশাররফ করিমের অভিনয় নিয়ে গণমাধ্যমটি লিখেছে, ‘বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের নিপুণ অভিনয়ে কোথাও খুঁত ধরার উপায় সত্যিই নেই। মোশাররফের থেকেও ভালো “হুব্বা”কেউ হতে পারতেন বলে সত্যিই মনে হয় না।’
এই বাংলাদেশি অভিনেতা যে কলকাতার উচ্চারণ দারুণভাবে রপ্ত করেছেন, সেটাও নজর এড়ায়নি হিন্দুস্তান টাইমসের। গণমাধ্যমটি লিখেছেন, ‘বিশেষভাবে নজরকাড়ার মতো বাংলাদেশের মোশাররফ করিমের বাংলা উচ্চারণ, খুবই যৎকঞ্চিৎ ছাড়া কোথাও তাঁর উচ্চারণে এতটুকু বাংলাদেশের বাংলা টান খুঁজে পাওয়া গেল না।’

‘হুব্বা’র মোশন পোস্টার। ফেসবুক থেকে

ভারতের বিখ্যাত চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ফিল্ম কম্পানিয়নও প্রশংসা করেছে বাংলাদেশি অভিনেতার পারফরম্যান্সের। ইউটিউব চ্যানেল ফিল্ম কম্পানিয়ান লোকালে মোশাররফ করিমের অভিনয় নিয়ে সমালোচক অরিত্র বলেন, ‘মোশাররফ করিম এ ছবিতে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন।’ এ ছাড়া ছবিটির নির্মাণ, গান, চিত্রনাট্যের প্রশংসা করা হয়েছে।

পশ্চিমবঙ্গের আরেকটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘রূপমস রিভিউ’। চ্যানেলটিতে ‘হুব্বা’য় মোশাররফের অভিনয় নিয়ে রূপম বলেন, ‘এই ছবির প্রথম ইতিবাচক দিক মোশাররফ করিম। তাঁর থেকে ভালো চরিত্রটি কে করতে পারবেন, আমি জানি না। তিনি যে রকমভাবে চরিত্রটিতে অভিনয় করেছেন, তা অবিশ্বাস্য। আমি যখন হলে ছবিটি দেখছিলাম, তখন লক্ষ করলাম, অনেকে তাঁর নাম জানেন না; কিন্তু তাঁরা বারবার তাঁর পারফরম্যান্সের প্রশংসা করছিলেন। এটাই বোধ হয় অভিনেতার সার্থকতা। তিনি যেভাবে একটি দৃশ্য নিজের সঙ্গীকে ঘুষি মারছেন, পরক্ষণেই আবার কমেডি সংলাপ বলছেন; এরপর আবার চরিত্রটি পুরোপুরি অন্যদিকে যাচ্ছে—পুরো ছবিটিতেই চরিত্রের এ বাঁকবদল তিনি যেভাবে সামলেছেন, সেটা দারুণ।’

ব্রাত্য বসু ছবিটি বানিয়েছেন পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলকে নিয়ে। তাঁকে বলা হতো ‘হুগলির দাউদ’। ছবির শুরুতে হুব্বাকে ধরতে উঠে পড়ে লাগে জাঁদরেল আইপিএস অফিসার দিবাকর সেন (ইন্দ্রনীল সেনগুপ্ত)। শুরু হয় ইঁদুর-বিড়াল খেলা। এরপর কী হয়, তা নিয়েই সিনেমা।

মোশাররফ করিম, ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও ‘হুব্বা’য় অভিনয় করেছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার।