মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রাম থেকে
মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রাম থেকে

এ নিয়ে মিমির সংসার

টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। পশ্চিম বাংলার সাবেক সংসদ সদস্য। তবে বর্তমানে বাংলাদেশে আলোচিত এই নায়িকা। কারণটাও সবারই জানা। শাকিব খানের আসছে সিনেমা ‘তুফান’-এ আছেন মিমি চক্রবর্তীও।

এরই মধ্যে শাকিব খানের সঙ্গে মিমির একটি পোস্টারও প্রকাশ হয়েছে। যেটি ‘তুফান’-এর বেগে ভাইরাল সামাজিক মাধ্যমে। ব্যক্তিগত জীবনে এখনো সিঙ্গেল নায়িকা। কিন্তু তবু মিমির কাঁধে গুরুদায়িত্ব। নিজের ভাষায়, তিন সন্তানের মা তিনি। সন্তানদের দেখভালে কোনোরকমে কমতি রাখেন না নায়িকা। তাঁদের প্রসঙ্গ আসতেই মিমির কথায় স্নেহ ঝরে পড়ে। নায়িকা পরিচয় থেকে হয়ে যান মা!

মিমি নিজেকে ‘তিন সন্তানের মা’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। ‘সন্তান’ এর খাওয়া থেকে শুরু করে স্পা কিংবা অবকাশযাপন—সবকিছুতেই বাড়তি নজরদারিতে রাখেন নায়িকা। তবে মিমির সন্তানেরা মানুষ নয়, চারপেয়ে কুকুর। নাম চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। তারা ল্যাবরাডর, হাস্কি ও ইন্ডি প্রজাতির। এ নিয়েই মিমির সংসার।

মিমির সন্তানেরা মানুষ নয়, চারপেয়ে কুকুর। ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে মা হয়ে ওঠার গল্প বললেন নায়িকা। তিনি বলেন, মাতৃত্ব উপভোগ করার জন্য সব সময় সন্তানের জন্ম দিতে হয় না। নিজের মতো করে ভালোবাসলে এবং দায়িত্ব পালন করেও মা হওয়া যায়। সন্তানদের জন্য নিজের হাতে খাবার তৈরি করেন। কর্মজীবী মা হওয়ায় প্রতিদিন করে উঠতে পারেন না। কিন্তু সন্তানদের খাবারের ব্যাপারে সতর্ক মিমি। দায়িত্ব দিয়ে রেখেছেন বাড়ির সাহায্যকারীকে। সুযোগ পেতেই নিজের মতো করে তাদের সঙ্গে সময় কাটান। এতে মন ভালো হয়ে যায় অভিনেত্রীর।

মিমির মতে, ‘বিয়ে ছাড়াও পরিপূর্ণ নারী হওয়া সম্ভব। বিয়েটা বাধ্যতামূলক নয়। সন্তানের জন্ম দেওয়াও বাধ্যতামূলক নয়। কিন্তু সমাজ আমাদের ভাবতে শিখিয়েছে যে সেটাই সুখে থাকার একমাত্র মাপকাঠি। তা তো আসলে ঠিক নয়।

‘তুফান’ সিনেমার নতুন পোস্টারে শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তী

একসময় জীবন নিয়ে অনেক পরিকল্পনা করেছি। কিন্তু সব সময় সেসব হিসাব মেনে জীবন গড়া যায় না। আমি এখন চারপেয়েদের নিয়ে থেকেই সুখ পাই।’

ছোটবেলা থেকেই চারপেয়ে কুকুর নিয়ে থাকতে পছন্দ করেন মিমি। যদিও ২০১২ সাল থেকে চিকুকে লালন-পালন করেন। কিন্তু চিকু চলে যাওয়ার পর ভেঙে পড়েন। এরপর আরও তিনটি সন্তান নিয়ে বর্তমানে সুখের সংসার মিমির। যদিও মা হিসেবে বেশ কড়া নায়িকা। সন্তানদের বাইরের খাবার খেতে দেন না। কোনো প্যাকেট জাত খাবারও নয়। সব বাড়িতে বানানো খাবার। ভাত, মুরগির মাংস, সবজি দিয়ে তৈরি হয় বিশেষ পদ।
সন্তানেরা বাড়িতে থাকলে একা লাগে না নায়িকার। মিমি বলেন, ‘আমার সন্তানেরা দারুণ “থেরাপিস্ট”। আমি নিজের মনোবিদকেও বলেছি সে কথা। জাদু, চিকু, ম্যাক্সরা বাড়িতে থাকলে আর মন খারাপের সুযোগ থাকে না। মায়েদের যেমন হয় আরকি!’