Thank you for trying Sticky AMP!!

কলকাতার নন্দন-৪-এর প্রেস কর্নারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

‘জয়ার কথা মাথায় রেখে ছবির গল্প লিখেছি’

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ কলকাতার রবীন্দ্র তীর্থ অডিটরিয়ামে বিকেল চারটায় প্রদর্শিত হলো বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত একটি মনস্তাত্ত্বিক ছবি ‘ওসিডি’। জয়া আহসান এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

ছবিটি প্রদর্শনীর আগে কলকাতার নন্দন-৪-এর প্রেস কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ছবির পরিচালক সৌকর্য ঘোষাল বলেছেন, ‘জয়ার জন্য এবং জয়ার কথা মাথায় রেখে ছবির গল্প লিখেছি। ছবিটি তৈরি করেছি। আমি মনে করেছি, এই ছবির উপযুক্ত অভিনেত্রী হতে পারেন জয়া আহসানই। আর সত্যিই আজ প্রমাণ করে দিলেন, এই ছবির জন্য জয়া আহসানই সঠিক বাছাই। আমি জয়ার অভিনয় দেখে মুগ্ধ। তাই তো এখন সত্যিই মনে হচ্ছে, আমি ঠিক অভিনেত্রীকেই বাছতে পেরেছিলাম।’

সংবাদ সম্মেলনে জয়া আহসান

সংবাদ সম্মেলনে জয়া আহসান বলেছেন, ‘পরিচালক যখন আমাকে এই ছবির জন্য মনোনীত করে প্রস্তাব পাঠান, আমি সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে লুফে নিই। সত্যি কথা  বলতে, আমি মন খুলে অভিনয় করেছি। তৃপ্ত হয়েছি। ভালো লেগেছে।’
‘ওসিডি’র পূর্ণাঙ্গ রূপ ‘অবসেসিভ-কমপালসিভ ডিজঅর্ডার’।

জয়া আহসান

এটি একধরনের মনোরোগ। ছবিতে মানসিক ভারসাম্যহীন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন জয়া। ওসিডি সম্বন্ধে কতটা ভাবাল, সজাগ করল? জয়ার কোনো বাতিক আছে? সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘ভাগ্যিস, আমার কোনো বাতিক নেই!’

সৌকর্য ঘোষালের পরিচালনায় এর আগে ‘ভূতপরী’ ছবিতে অভিনয় করেছেন জয়া। ১২৬ মিনিটের এই ছবিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ।

ভূতপরী ছবির শুটিংয়ের ফাঁকে জয়া আহসান। ছবি: সংগৃহীত

ছবিটি প্রযোজনা করেছেন পূজা চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় ছিলেন মেঘ বন্দ্যোপাধ্যায়।  ‘ওসিডি’ সিনেমা হলে মুক্তি পায়নি। পশ্চিমবঙ্গে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’, ‘কালান্তর’ ছবিগুলোও রয়েছে মুক্তির অপেক্ষায়।