কে এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম থেকে
কে এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম থেকে

সেই ছোট্ট মেয়েটি এখন...

মেয়েটি এখন অভিনেত্রী। বাংলা সিনেমা ছাড়াও কাজ করেছেন হিন্দিতেও। চরিত্রের প্রয়োজনে কখনো ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছে, মাঝে ভুগেছেন অসুস্থতায়। কিছুদিন আগেই সেরেছেন বাগ্‌দান। গত বৃহস্পতিবার ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য—

এই অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী। কলকাতার এই বাঙালি অভিনেত্রী কয়েক বছর ধরে পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে আলোচনায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০১২ সালে ‘তবু বসন্ত’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ঋতাভরীর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এরপর তাঁকে দেখা গেছে ‘বারুদ’, ‘শেষ থেকে শুরু’সহ বিভিন্ন সিনেমায়। মাঝে হিন্দি ছবি ‘পরী’তেও অভিনয় করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তবে গত কয়েক বছরে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’, ‘বহুরূপী’ সিনেমা দিয়ে তিনি আলোচনায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এর মধ্যে ‘ফাটাফাটি’ সিনেমার জন্য ২৫ কেজি ওজন বাড়িয়ে চমকে দেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনেত্রী জানান, চরিত্রের প্রয়োজনে তাঁকে প্রচুর ফ্যাট আর কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেতে হয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সিনেমা ছাড়াও মিউজিক ভিডিও, সংলাপ লেখাসহ নানা ধরনের কাজ করেছেন ঋতাভরী। বলিউডে তিনি আলোচনায় আসেন ‘জওয়ান’ সিনেমার সূত্রে। ছবিটি মুক্তির আগে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন শাহরুখ খান। যেখানে অ্যাটলি পরিচালিত ছবিটিতে নিজের অভিনীত চরিত্রটি নিয়ে কথা বলতে শোনা যায় শাহরুখকে। সংলাপ না বলে বরং বলা যায়, অনেকটা কবিতার মতো নিজের চরিত্রটির দর্শন তুলে ধরেন তিনি। সেই সংলাপগুলো ছিল ঋতাভরীর লেখা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
গত এক বছরে অবশ্য নানা ধরনের অসুস্থতায় ভুগেছেন ঋতাভরী। করতে হয়েছে অস্ত্রোপচারও। তবে তিনি এখন সুস্থ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কিছুদিন আগেই সুমিত অরোরার সঙ্গে বাগ্‌দান সেরেছেন ঋতাভরী। ঋতাভরীর মতো সুমিতও সিনেমার মানুষ। তবে তিনি কাজ করেন পর্দার পেছনে। সুমিত পেশায় লেখক। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চান্দু চ্যাম্পিয়ন’ ইত্যাদি সিনেমার ছবির সংলাপ লেখক তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে