গত ছয় মাসে টালিগঞ্জের কোন সিনেমা কত আয় করল, তার তালিকা প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। কোন সিনেমার আয় কত, দেখে নিতে পারেন ছবিতে ছবিতে-
হইচই স্টুডিওজ প্রযোজিত সিনেমা ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমার এটি। বক্স অফিসে সিনেমাটির আয় সাত কোটি রুপি।দ্বিতীয় তালিকায় রয়েছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’ সিনেমা। অভিনয় করেছেন রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বক্স অফিসে সিনেমাটির আয় চার কোটি রুপি।
বিজ্ঞাপন
সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘কিলবিল সোসাইটি’ এই তালিকায় আয়ে ৩ নম্বরে রয়েছে। সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়। সিনেমাটির আয় আড়াই কোটি রুপি।
বিজ্ঞাপন
সুমন ঘোষের পরিচালনায় সিনেমা ‘পুরাতন’–এ অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত। সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। সিনেমাটি জাতীয় মাল্টিপ্লেক্সের পরিসংখ্যানের আয়ের তালিকায় ৪ নম্বরে রয়েছে। সিনেমাটির বক্স অফিসের তথ্যে আয় আড়াই কোটি রুপি।সৃজিত মুখোপাধ্যায়ের আরেকটি সিনেমা ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আয়ের তালিকায় ৫ নম্বরে রয়েছে। সিনেমাটির আয় এক কোটি পাঁচ লাখ রুপি।