‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে জনপ্রিয়তা পান মধুমিতা। এরপর সিনেমায় নাম লেখান‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতেঅল্প বয়সেই অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০১৯ সালে দুজনের বিচ্ছেদ হয়বিচ্ছেদের বছরেই দেবমাল্যর সঙ্গে মধুমিতার আলাপ, পরে প্রেম। ২০২৪ সালে প্রেমিককে সামনে আনেন মধুমিতাদেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার