Thank you for trying Sticky AMP!!

অন্য রূপে মেহ্জাবীন

সিগনেচার নাটকে এভাবেই দেখা যাবে মেহ্‌জাবীন চৌধুরীকে। ছবি: সংগৃহীত

বেশ কয়েক দিন ধরে রাস্তায় ঘুরছেন তিনি। কখনো তিনি ভিক্ষুক, কখনো ফুচকা বিক্রেতা। কাছে যেতেই আঁতকে উঠতে হয়। আরে,এ তো মেহ্জাবীন চৌধুরী। টেলিভিশন অভিনেত্রী। তাঁর এই বেশের কারণ কী? জানা গেল, সিগনেচার নামে একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করছেন তিনি। সেখানেই ভিক্ষুক ও ফুচকা বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনয়শিল্পী।

সব সময় ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ে আগ্রহ মেহ্জাবীনের। তিনি বলেন, ‘নাটকে ভিন্ন ভিন্ন লুক-এ কাজ করতে আমার ভালো লাগে। এ ধরনের চরিত্রে সুযোগ পেলেই আমি কাজ করি। ভিন্ন লুকে কাজটি করতে বেশ আনন্দ পাই আমি। আমাদের এখানে নাটকের গল্পে বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে নিরীক্ষার সুযোগ কম। গ্ল্যামারকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়।’

শুটিংয়ের জন্য চরিত্রটির গেটআপ তৈরিতে প্রতিদিন বেশ সময় লেগেছে মেহ্জাবীনের। তিনি বলেন, ‘তিন-চার ঘণ্টা করে সময় দিতে হয়েছে শুটিংয়ের আগে।’

সিগনেচার নাটকে মেহ্জাবীনের বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আওরঙ্গজেব।