Thank you for trying Sticky AMP!!

মায়ের বান্ধবীকেও মা ডাকেন তারিন

পরিচয়ের পর থেকে দিলারা জামানকে মা বলেই ডাকতেন তারিন। শুটিং স্পটে যাওয়ার পথে মায়ের পছন্দের নানা রকম ফল নিয়েছেন তিনি। গিয়ে দেখেন, মা দিলারা জামানও তাঁর জন্য রান্না করে এনেছেন, ঠিক আগের মতোই। দিলারা জামান যখন 'সংশপ্তক' নাটকের মিয়া বাড়ির বউ ছিলেন, তখনো তিনি এই কাজটিই করতেন। শুটিং সেটের সবার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসতেন।

৩৩ বছর পর দেখা হলো মা-মেয়ের

বহু বছর পর, প্রায় ৩৩ বছর পর দেখা হলো মা-মেয়ের। প্রবীণ অভিনেত্রী দিলারা জামান ও তারিনের। একসঙ্গে নাটক তাঁরা অনেক করেছেন। কিন্তু এই দেখা অনেক অর্থেই অন্য রকম। তিন দশক আগে ১৯৮৭ সালে 'সংশপ্তক' ধারাবাহিকে অভিনয় করেছিলেন তাঁরা। তারিন তখন শিশুশিল্পী। আজ আবার একত্র হয়েছেন তাঁরা। একটা মহামারির সময়ে, দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক নাটকে কাজ করতে। কত স্মৃতি তাঁদের! শুটিংয়ের ফাঁকে ফাঁকে কথা হচ্ছিল কখনো খলিলুর রহমান নয়তো হুমায়ুন ফরীদিকে নিয়ে, কখনো ফেরদৌসী মুজমদার বা অন্যদের নিয়ে।

দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক নাটকে কাজ করছেন তাঁরা

অনেক দিন পর দেখা। মাকে পেয়ে উচ্ছ্বসিত তারিন বলেন, ‘দিলারা আন্টির কোনো পরিবর্তন নেই। তখন যেমন ছিলেন, এখনো তেমনটিই আছেন। আন্তরিকতায়, ভালোবাসায়, ব্যক্তিত্বে একই রকম আছেন। মায়ের স্নেহ আগেও তাঁর কাছ থেকে যেমন পেয়েছি, এখনো পাই।'

'সংশপ্তক' নাটকে তাঁরা অনেক দিন ধরে শুটিং করেছিলেন। সেই থেকে তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারিন জানান, দিলারা জামান তাঁর মায়ের বন্ধবী। ছোট থেকেই তিনি দিলারা জামানকে 'মা' সম্বোধন করেন।

ছোট থেকেই তিনি দিলারা জামানকে 'মা' সম্বোধন করেন।

দিলারা জামান এখন একরকম নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন। সারাক্ষণ বাসায় মনটাও টেকে না তাঁর। শুটিং করতেই ভালো লাগে। যদিও তাঁর মেয়ে আর পরিচিতজনেরা নিষেধ করেন কাজ করতে। কিন্তু শুটিং ছাড়া একাকী লাগে তাঁর। তিনি বলেন, ‘এখন ভালো লাগছে। কাজ করতে এসেছি। খুব সতর্ক হয়ে কাজ করছি। আমাদের জাহিদ হাসান নাটক বানাচ্ছে, সে জন্য আর না করতে পারিনি।’

গত মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি। নতুন স্বাভাবিকে প্রথম দিনের শুটিংয়ের কথা মেয়ের কাছে গোপন করেছিলেন। পরে অবশ্য জানিয়েছেন। এ নিয়ে মা-মেয়ের মান-অভিমানও হয়। এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, 'যখন শুনলাম বিটিভির সেই আগের টিমের অনেকে কাজ করবে, তখন কাজ করতে আগ্রহী হই। সচেতন হয়েই কাজ করছি। আমার জন্য শুটিংয়ের সবাই খুব চিন্তায় থাকে।'

শুটিংদৃশ্য

শুটিং সেটে দিনভর আলোচনায় ঘুরেফিরে আসে 'সংশপ্তক' নাটকের স্মৃতি। আবদুল্লাহ আল মামুন, সুবর্ণা মুস্তাফাদের কথা মনে করে দিলারা জামান বলেন, 'নাটকটির শুটিং করতে গিয়ে স্মৃতিকাতর হয়ে গিয়েছি। সে সময়ের কথা খুবই মনে পড়ছে। আমরা একসঙ্গে অনুশীলন করতাম। আমরা ছিলাম বিটিভির পরিবার।'

তখনকার বিটিভির ক্যানটিনের খাবার এখনো মিস করেন তারিন। তিনি বলেন, 'আমাদের “সংশপ্তক” নাটকের শুটিংয়ের ফেরদৌসি আন্টি সব সময় আমাদের জন্য বরই, চালতা, জলপাইয়ের আচার নিয়ে আসতেন।'