Thank you for trying Sticky AMP!!

লেখালেখিতে শানুর আনন্দ

শানারৈ দেবী শানু। ছবি: প্রথম আলো

কয়েক বছর আগে অভিনয়ের পাশাপাশি লেখালেখি শুরু করেন শানারৈ দেবী শানু। প্রথম কবিতার বই প্রকাশিত হওয়ার পর পরিচিতজনদের কাছ থেকে সব সময় বেশ উৎসাহ পান। আর গত বছর তো শিশুতোষ বই প্রকাশ করে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেন। এসবের কারণে লেখালেখির প্রতি ভালো লাগা বেড়ে যায় অনেক। সেই ভালো লাগা থেকে এবার আরও দুটি বই নিয়ে বইমেলায় হাজির হতে যাচ্ছেন। একটি উপন্যাস ও অন্যটি কবিতাগ্রন্থ। উপন্যাসের নাম ‘লিপস্টিক’ আর কবিতাগ্রন্থের নাম ‘প্রিয়তম মেঘ’।

শানু জানান, বই দুটি লেখার কাজ শেষ। পাণ্ডুলিপি প্রকাশকের কাছ জমাও দেওয়া হয়েছে।

শানু তাঁর ‘লিপস্টিক’ উপন্যাসের বিষয়বস্তু সম্পর্কে বলেন, ‘লিপস্টিক’ সব নারীর জীবনে ঘটে যাওয়া কোনো না কোনো গল্প। একজন রাত্রির গল্প, একজন অপরাজিতার গল্প, একজন বহ্নির গল্প, একজন তারকা স্নিগ্ধা রহমানের অভিমানের গল্প। নারী শক্তির গল্প, নারীর সংগ্রামের গল্প।
লেখালেখি প্রসঙ্গে শানু বলেন, ‘লিখতে বেশ আনন্দ পাচ্ছি। এই আনন্দ নিয়ে লেখা চালিয়ে যেতে চাই।’