তটিনী
তটিনী

তটিনীকে কি চেনা যায়

নতুন হেয়ারকাটে স্টাইলিশ লুকে দেখা দিলেন অভিনেত্রী তটিনী। গতকাল ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।

লং লেয়ারকাটে কেমন লাগছে—আয়নায় নিজেকে দেখে নিচ্ছেন তটিনী
২১ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩৩ হাজার ‘রিঅ্যাক্ট’ পড়েছে
কেউ লিখেছেন, ‘নাইস লুক।’ কেউ লিখেছেন, ‘লুকিং সো প্রিটি।’
প্রিয় বিড়ালের সঙ্গে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে তটিনী লিখেছেন, ‘মাই ওয়ান অ্যান্ড অনলি লাভ।’
শাড়িতে চেনা সাজে তটিনী