আজ সকালে ভয়াবহ আগুনে বঙ্গবাজারের বহু দোকান একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা কেউ কেউ বলছেন পুরো বাজারটিই একরকম শেষ হয়ে গেছে। ঘটনাস্থলে ব্যবসায়ীদের ছোটাছুটি ও কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এমন ঘটনায় চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরীসহ দেশের তারকারাও ব্যথিত হয়েছেন।
