মাসুম আজিজ।
মাসুম আজিজ।

পাবনায় চিরনিদ্রায় শায়িত নাটকের মানুষ মাসুম আজিজ

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজকে মঙ্গলবার রাতে পাবনার ফরিদপুরে সমাহিত করা হয়েছে। মাসুম আজিজের ভাই শামসুদ্দিন হীরা প্রথম আলোকে জানান, রাত আটটার দিকে পাবনার ফরিদপুর কেন্দ্রীয় মসজিদে জানাজা হয়, এরপর তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকার শহীদ মিনারে মাসুম আজিজকে শ্রদ্ধা জানানো হয়, পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মাসুম আজিজের মরদেহ পাবনার ফরিদপুরে নেওয়া হয়।

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজকে মঙ্গলবার রাতে পাবনার ফরিদপুরে সমাহিত করা হয়েছে। মাসুম আজিজের ভাই শামসুদ্দিন হীরা প্রথম আলোকে জানান, রাত আটটার দিকে পাবনার ফরিদপুর কেন্দ্রীয় মসজিদে জানাজা হয়, এরপর তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকার শহীদ মিনারে মাসুম আজিজকে শ্রদ্ধা জানানো হয়, পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মাসুম আজিজের মরদেহ পাবনার ফরিদপুরে নেওয়া হয়।

অভিনেতা মাসুম আজিজ

কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে শ্রদ্ধা জানাতে দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনসহ দেশের সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল। তাকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে অভিনশিল্পী, নাট্যকার মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, মাসুমের চলে যাওয়া বেদনার, ভীষণ কষ্টের। মাসুম বৈষয়িকভাবে সফল হতে পারেনি। দারিদ্রের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। কিন্তু ওর সাফল্য এসেছে শিল্পচর্চায়।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা অনেকেই আপস করেছি। জীবনের গতির সঙ্গে মিলিয়ে চলবার চেষ্টা করেছি। কিন্তু মাসুমকে কখনও আপস করতে দেখিনি। তার ভাবনায় সব সময় দেশ এবং মানুষ ছিল।’
মাসুম আজিজকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অভিনেতা নাদের, আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা ফজলুর রহমান বাবু, অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ, তারিন, সালাউদ্দিন লাভলুসহ অনেকে।