‘বিয়ের গন্ডগোল’ নাটকের দৃশ্য। নির্মাতার ফেসবুক থেকে
‘বিয়ের গন্ডগোল’ নাটকের দৃশ্য। নির্মাতার ফেসবুক থেকে

ইউটিউব ট্রেন্ডিংয়ে কোন নাটক, কোন গান

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এখনো রয়েছে শর্টস। তবে সেরা পাঁচে আছে একটি মাত্র নাটক। অন্য দিনে ট্রেন্ডিংয়ের মিউজিকের শীর্ষ দুই স্থানে আছে বাংলা গান।

অনিকের মা মনিরা বেগম একরোখা। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, সে বিয়ে করবে না। অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে। কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকায় কারও নেই। আর তন্দ্রা তো ভিতু অনেক। তাই সে–ও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। এরপর কী হয়? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক  ‘বিয়ের গন্ডগোল’।

অনিক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে। আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীকে। ‘বিয়ের গন্ডগোল’ নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। ৯ জানুয়ারি সিএমভির চ্যানেল থেকে মুক্তি পাওয়া নাটকটি এখন রয়েছে তিন নম্বরে। এর আগে অবশ্য অন্য কোনো নাটক নেই, ট্রেন্ডিংয়ের প্রথম দুই স্থান দখল করে আছে শর্টস।

‘বিয়ের গন্ডগোল’ দেখে প্রশংসা করেছেন অনেক দর্শক। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘জোভান–তটিনী সেরা জুটি, আমার অনেক ভালো লাগে এই জুটির নাটক, অসাধারণ।’

জোভান ও তটিনী। নির্মাতার ফেসবুক থেকে

ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিকে প্রথম জায়গাটি ধরে রেখেছে ‘তুমি যাবে পরের বাড়ি’ গানটি। বাংলা মিউজিক ০০৭ চ্যানেল মুক্তি পাওয়া গানটি গেয়েছেন শাহীন সুলতানা মিম ও গগন সাকিব। জে এ অনিকের কথায় গানটির সংগীত পরিচালক এ এন ফাহাদ।

দুইয়ে রয়েছে সৈয়দ অমির গান ‘পরী পাইছি রে’। গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুরকারও অমি।

‘পরী পাইছি রে’ গানের পোস্টার। শিল্পীর ফেসবুক থেকে

এতে অমির সঙ্গে মডেল হয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা আঁচল আখি।

তিন নম্বরে রয়েছে ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গান ‘কিসক’। এ ছাড়া ট্রেন্ডিংয়ের চার ও পাঁচে রয়েছে রাসেল বাবু ও শামীম শায়লার ‘আমি হলাম জানুয়ারি’ এবং সোহাগ ইসলামের ‘হ্যাপি নিউ ইয়ার’।