ছবিতে লক্ষ্মী খান নামে আরেক অনুরাগী লিখেছেন, ‘খুবই আকর্ষণীয় লাগছে।’শো শেষে তিশা সাংবাদিকদের বলেন, ‘শোটা অনেক ভালো হয়েছে। অনেক উপভোগ করেছি।’এর মধ্যে ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তিশার। এরপর এক দশকেরও বেশি সময় টিভি নাটকে অভিনয় করছেন তিনি২০১১ সালে শুরু করেন মডেলিং। মডেল হিসেবে অল্প সময়ে দর্শকের মধ্যে পরিচিতি পেতে থাকেন তিশা