তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর ফেসবুক থেকে
তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর ফেসবুক থেকে

শাড়ি পরে ইউরোপের বিখ্যাত লেকে ফারিণ, রইল ছবি

ইউরোপ চষে বেড়াচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সর্বশেষ তাঁকে পাওয়া গেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের বিখ্যাত স্কাদার লেকে। শুক্রবার মন্টেনেগ্রো ও আলবেনিয়া সীমান্তের এ লেক থেকে ছয়টি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। লাল শাড়ি পরে নৌকায় ঘুরতে দেখা যায় অভিনেত্রীকে। দেখা নেওয়া যাক অভিনেত্রীর ছবিগুলো দেখে কী বলছেন ভক্তরা।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘দূরের আকাশ আর আমি তুমি’। সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি
পোস্টে রিঅ্যাক্ট হয়েছে সাড়ে পাঁচ হাজার, মন্তব্য করেছেন পাঁচ শ জন
মন্তব্যে ফারিণের সৌন্দর্যের প্রশংসা করেছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘শাড়িতে বেশ সুন্দর লাগছে।’
আরেকজনের মন্তব্য, ‘প্রিয় অভিনেত্রীকে অসাধারণ লাগছে।’
গতকাল এ জায়গা থেকে একটি ভিডিও পোস্ট করেন ফারিণ। নৌকায় করে ঘোরার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার বেলা যে যায় সাঁঝবেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে’ গান গাইছিলেন তিনি