দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে মন খারাপের মতো বহু ঘটনার মুখোমুখিই হয়েছেন ফারহান আহমেদ জোভান। ঘটনাগুলোকে কখনো গুরুত্ব দিয়েছেন, কখনো দেননি, কখনো আবার সেগুলো থেকে শিখেছেন। তবে এবারের ঘটনায় অনেকটাই ভেঙে পড়েছিলেন এই অভিনেতা। ঈদের আগে প্রকাশ পায় তাঁর আশিকি নাটকের টিজার। সামান্য সেই অংশ দেখেই দর্শক ফেসবুকে তাঁকে রীতিমতো ট্রল করতে থাকে। সেই ঘটনা ঈদের আনন্দকে অনেকটা মাটি করে দেয়। তবে মনে মনে জেদ ধরে নাটকটি প্রচারের অপেক্ষায় ছিলেন জোভান। তাঁর সেই অপেক্ষা ঈদের আনন্দকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ, আশিকি দিয়ে নতুন রেকর্ড গড়েছেন জোভান।
এক দিনে সবচেয়ে বেশি ভিউ হওয়া বাংলা নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে ‘আশিকি’। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এক দিনে নাটকটির ভিউ ৬০ লাখের বেশি। সবশেষ দুই দিনে প্রায় ৯০ লাখের মতো ভিউ হয়েছে। এর আগে বিভিন্ন সময় প্রচারের পর প্রথম দিনে রেকর্ড গড়ে ছিল ‘বড় ছেলে’, ‘শিল্পী’, ‘শ্বশুরবাড়িতে ঈদ’ কিংবা ‘ব্যাচেলর পয়েন্ট’–এর চেয়েও এটি অনেক এগিয়ে। নাটকটি ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে।
টিজার প্রসঙ্গে জোভান বলেন, ‘নাটকটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। কারণ, আমরা ট্রেলার প্রকাশ করিনি। আমার অভিনীত রকস্টার চরিত্রটির মাত্র ২০ সেকেন্ডের টিজার ছাড়ার পর দর্শক অনেক রকম কথা বলেছেন। আমি নাকি ওভার অ্যাক্টিং করেছি। আমার অভিনয় হয়নি। ১২ বছরের ক্যারিয়ারে এ রকম কথা শুনব, ভাবিনি। তারা কীভাবে পারল, ছোট টিজার দেখে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে! পুরো নাটকদেখে মন্তব্য করত। এটাই আমার খারাপ লাগার কারণ।’
এই অভিনেতা জানান, নাটকে তিনি বুঝেই অভিনয় করেছেন। কিন্তু ট্রল করার পরে শুরুতে হতাশ হলেও আশাবাদী ছিলেন, নাটকটি নিয়ে ভক্তদের ধারণা ভুল প্রমাণিত হবে, ‘নাটকের গান গাওয়ার অংশটা ছিল পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী করা। এই অংশে ভালো অভিনয় করে শুটিংয়ে সিনিয়র ক্যামেরাম্যান খায়ের খন্দকার ভাইয়ের প্রশংসা পেয়েছি। নাটকের পরিচালক খুশিতে আমাকে জড়িয়ে ধরেছেন। সেটা দেখে ভক্তরা সমালোচনা করল। বইয়ের কাভার দেখে বিচার করার মতো ঘটনা এটি। এটা অপ্রত্যাশিত।’
নাটকটি ইউটিউবে প্রচারের পর বসে বসে মন্তব্য পড়েছেন এই অভিনেতা। বেশির ভাগ মন্তব্যই ইতিবাচক। একই সঙ্গে ভিউ বেশি হওয়ায় মানসিকভাবে চাপমুক্ত বোধ করছেন জোভান। তিনি বলেন, ‘এমন মন্তব্যও দেখছি, যেখানে লেখা হয়েছে, “সমালোচনা আমিও করেছিলাম, এখন পুরো নাটক দেখার পরে মনে হচ্ছে, ঠিক হয়নি।” টিজার নিয়ে ট্রল করার পরে আমার কাছে মনে হয়েছিল, যারা ট্রল করছে তাদের জবাব দেব। পরে মনে হলো, আমি কাজ দিয়ে জবাব দেব। সেই আস্থা আমার ছিল। সমালোচনাকারীরা উত্তর পেয়ে গেছে।’
ঈদে জোভানের ১২টির মতো নাটক প্রচারিত হচ্ছে। তবে তুমুল আলোচনায় আসবে, এমন প্রত্যাশা কোনো নাটক ঘিরেই তাঁর ছিল না। সেখানে আশিকি রেকর্ড গড়ায় নতুন করে দায়বদ্ধতার জায়গা তৈরি হওয়ার কথা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘(আফরান) নিশো ভাই ফিল্মে চলে গেছেন, অপূর্ব ভাই কম কাজ করেন। কেউ ওয়েবে কাজ করছেন। তাঁদের পরবর্তী প্রজন্মের মধ্যে আমি আর তৌসিফ নাটকে আছি। আমাদেরই নাটক ইন্ডাস্ট্রির হাল ধরতে হচ্ছে। সেখানে কোনো কাজ দর্শক পছন্দ করলে দায়বদ্ধতার জায়গা আরও বেশি তৈরি হয়। পরবর্তী কাজ নিয়ে আরও বেশি সতর্ক হতে হয়। এটাই মনে হচ্ছে, আরও বুঝে কাজ করতে হবে।’
‘আশিকি’ নাটকে প্রথমবার রকস্টার চরিত্রে অভিনয় করেছেন জোভান। ইমরোজ শাওন পরিচালিত এ নাটকে তাঁর সহশিল্পী নাজনীন নীহা।