হাকিমের পরিচালনায় ফিরছেন চাঁদনী

আজিজুল হাকিম ও চাঁদনী। ছবি: সংগৃহীত
আজিজুল হাকিম ও চাঁদনী। ছবি: সংগৃহীত

আজিজুল হাকিমের পরিচালনায় ঈদনাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন চাঁদনী। নাটকের নাম ‘তুমি আমি ও সে’। নাটকটি লিখেছেন আজিজুল হাকিমের স্ত্রী পরিচালক ও নাট্যকার জিনাত হাকিম।

নিয়মিত টুকটাক অভিনয় চালিয়ে গেলেও পরিচালনা থেকে দূরে ছিলেন অভিনেতা আজিজুল হাকিম। বিরতির পর নির্মাণ প্রসঙ্গে আজিজুল হাকিম জানান, মাঝখানে বেশ কয়েকবার নাটক নির্মাণের প্রস্তুতি নিলেও হয়ে ওঠেনি।

অভিনেত্রী চাঁদনী। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে নাটক পরিচালনা করি। একসময় দেখা যেত, বছরে বেশ কয়েকটি কাজ একসঙ্গে করতাম। আলাদা করে সময়টা বের করা হতো না। কিন্তু পরিচালনায় যথেষ্ট সময় দিতে হয়। আমাদের এখানে নির্মাণকাজের পুরোটাই ডিরেক্টরকে চাপ নিয়ে করতে হয়। অভিনয়ে সেটা নেই। পরিচালনা করতে গেলে একজন ডিরেক্টরই ক্যাপ্টেন অব দ্য শিপ। সব দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করার সুযোগটা কম হয়। তবে ইচ্ছা রয়েছে মাঝেমধ্যেই নির্মাণ করার।’

‘তুমি আমি ও সে’ যুক্তরাষ্ট্র থেকে আসা এক ব্যক্তির গল্প। দেশে এসে এক মেয়ের প্রেমে পড়েন তিনি। কিন্তু ছেলেটির পরিবার চায়, যুক্তরাষ্ট্রেরই কোনো মেয়েকে তিনি বিয়ে করুন। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।

আজিজুল হাকিম। ছবি: শিল্পীর সৌজন্যে

এমন গল্পে কেন চাঁদনীকে নিলেন, জানতে চাইলে আজিজুল হাকিম বলেন, ‘আমাদের গল্পে তো সব সময় আমাদের সেই সময়ের অভিনয়শিল্পীদের রাখার চেষ্টা করি। আমাদের বোঝাপড়া দীর্ঘদিনের। সেখানে এবার গল্পটি দেখার পরই মনে হয়েছে, এ গল্পের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই হন চাঁদনী। তিনি অভিনেত্রী হিসেবেও দারুণ। শিডিউল ব্যাটে–বলে মিলে যাওয়ায় তাঁকে নেওয়া হয়েছে।’

নাটকের পোস্টার

কয়েক বছর ধরেই পর্দায় অনিয়মিত একসময়ের আলোচিত অভিনেত্রী, নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী। অভিনয়ে ফেরা নিয়ে চাঁদনী বলেন, ‘হাকিম ভাইয়ের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা দারুণ। গল্পটিও সুন্দর। এখন আর শুধু শুধু সংখ্যা বাড়াতে চাই না। যে কারণে গল্প ভালো হওয়াতেই কাজ করেছি। এ চরিত্রের মধ্যে একটি মেয়ের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যে মেয়েটি তার জীবনের স্বাধীনতার জন্য মোহের কাছে ধরা দিতে চায় না।’

নাটকে চাঁদনীর সঙ্গে জুটি হয়েছেন আবদুর নূর সজল। তাঁরাও দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করলেন।

জিনাত হাকিম ও আজিজুল হাকিম। ছবি: সংগৃহীত