সাদিয়া আয়মান
সাদিয়া আয়মান

ইনস্টাগ্রামে তারকাদের ছুটির দিন...

ছুটির আমেজে তারকারা কে কী করছেন?—ইনস্টাগ্রামে ঢুঁ মেরে আসা যাক।

জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়েতে গিয়েছিলেন সাবিলা নূর। সেই আয়োজনে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি
শুক্রবার সকালে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে সুনেরাহ্ বিনতে কামাল লিখেছেন, ‘হাই।’
লাল রঙের পোশাকে তোলা ছবি বিকেলে পোস্ট করে পারসা ইভানা লিখেছেন, ‘রক্তিম প্রেম।’
দুই ঘণ্টার ব্যবধানে সাদিয়া আয়মানের ছবিটিতে প্রায় আড়াই হাজার ‘রিঅ্যাক্ট’ পড়েছে
আইশা খান ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ফ্রাইডে টাইমস।’