সাগর জাহান
সাগর জাহান

নাটকের নাম যত উল্টাপাল্টা দেওয়া হচ্ছে, সেটা দর্শকেরা বেশি দেখছেন!

দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার নাট্য পরিচালক সাগর জাহানের। এই সময়ে অনেক জনপ্রিয় ধারাবাহিক এবং একক নাটক ভক্তদের উপহার দিয়েছেন। দর্শকপ্রিয় সেই নাটকগুলো সব সময়ে শৈল্পিক দিক বজায় রেখেছেন। নাটকের ভালো একটি নাম নিয়ে দিনের পর দিন ভেবেছেন। সেই নামগুলো দর্শকেরা মনে রেখেছেন। সেখানে এখন উল্টো চিত্র দেখতে পান এই নির্মাতা। ক্ষোভ প্রকাশ করে সাগর জাহান জানালেন, ‘নাটকের নাম যত উল্টাপাল্টা দেওয়া হচ্ছে, সেটা দর্শকেরা বেশি দেখছেন।’

পরিচালনার সঙ্গে যুক্ত থাকা অনেকে দিন দিন স্রোতে গা ভাসাচ্ছেন। অন্যদিকে যাঁরা এখনো চেষ্টা করে যাচ্ছেন ভালো মানের গল্প বলতে, তাঁরা মানহীন অনেক কাজের ভিড়ে ডুবে যাচ্ছেন। এই প্রসঙ্গে সাগর জাহান বলেন, সৃষ্টিশীল কাজ মানেই স্বাধীনতা থাকবে। এখানে কাউকে গলা টিপে ধরা যায় না। থামানো সহজ না। এখন অনেকেই ভিউর পেছনে ছুটছেন, এটা তার স্বাধীনতা রয়েছে। নানা চাপে করতে হচ্ছে। যে কারণে নাটকে গল্প, মানে ছাড় দিতে হচ্ছে। এখন নাটকের নাম যত উল্টাপাল্টা দেওয়া হচ্ছে, সেটা দর্শকেরা বেশি দেখছেন। সেই পথেই তাঁরা হাঁটছেন।

সাগর জাহান

সাগর জাহান মনে করেন, ভালো মানের কাজ সব সময়ই কম হয়েছে। কিন্তু ভালো কাজগুলোই সব সময় টিকে থেকেছে। বাংলাদেশ টেলিভিশনের অনেক ধারাবাহিক নাটকের মধ্যে ‘বহুব্রীহি’, ‘এই সব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘রূপনগর’, ‘আজ রবিবার’সহ হাতে গোনা কিছু নাটকের কথাই দর্শক ঘুরেফিরে বেশি বলেন; এমনটাই মনে করেন সাগর জাহান। তিনি বলেন, ‘মানহীন কোনো কাজ টেকে না। এখন যাঁরা মানহীন গল্প দিয়ে ভিউর পেছনে ছুটছেন, নাটকের উল্টাপাল্টা নাম রাখছেন, তাঁরাও একসময় নিভে যাবেন। সত্যিকারের শিল্পগুলোই টিকে থাকে। আদতে তারা ডুবে যাচ্ছে মনে হলেও তারাই টিকে থাকে। এর জন্য একটি স্রোত দরকার। সেটা আমাদের নাটকে শিগগির তৈরি হয়ে যাবে। বলা যায় শুরু হয়েছে।’

‘আরমান ভাই’ সিরিজ, ‘মাধবীলতা গ্রহ আর না’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘ল্যাম্পপোস্ট’, ‘সিকান্দার বক্স’ সিরিজসহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। সেসব নাটক টেলিভিশনের প্রচারের পর সব সময় ভালো সাড়া পেতেন। কিন্তু বর্তমানে ধারাবাহিক নাটক থেকে আগের চেয়ে কিছুটা কম সাড়া পাচ্ছেন। তাঁর নির্মিত ‘ভালোবাসার অলিগলি’ নাটক থেকে ভক্তদের সাড়া মিললেও আগের মতো দর্শকদের আগ্রহ কিছুটা কম। বর্তমানে এনটিভিতে প্রচারিত নাটকটি এক শ পর্ব আজ প্রচার হবে। এই পরিচালক জানান, এনটিভি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করে। যে কারণে তাদের আলাদা দর্শক রয়েছে। সেই দর্শকেরা নাটকটি পছন্দ করেছেন।

সাগর জাহান আরও বলেন, ‘মূল কথা হচ্ছে, ইউটিউবে নাটক দেখেন কারা? এই প্রশ্নে আসতে হবে। তারা কিন্তু তরুণ দর্শক। আর টেলিভিশন নাটকের দর্শক আলাদা। উভয়েরই দর্শক আছে। কিন্তু ইউটিউবে কত দর্শক কোন নাটকটি দেখছে, সেটা সরাসরি জানা যায়। যে কারণে ইউটিউব ভিউ দেখেই বলা হচ্ছে অমুক নাটক ভালো। এটার সঙ্গে আমি একমত নই। ভিউ মানদণ্ড হতে পারে না। আবার ইউটিউবের জন্য আলাদা করে অনেক কনটেন্ট তৈরি করা হচ্ছে। তাদের ভিড়ে অনেক ভালো ধারাবাহিক কম সামনে আসছে। যে কারণে এখন অনেক টেলিভিশন কর্তৃপক্ষ চাইছে ইউটিউবকে টার্গেট করে ধারাবাহিক নাটক বানাতে। এই কারণে হিতে বিপরীতও হয়েছে।’

সাগর জাহান

সাগর জাহানের ‘ভালোবাসার অলিগলি’ নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, কচি খন্দকার, শামীমা নাজনীন, তানজিকা আমিন, ইশতিয়াক রুমেল, রহমান পাভেল প্রমুখ। নাটকটি প্রতি সোম থেকে বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হয়। সবশেষে সাগর জাহান বললেন, ‘ভালো কাজের সময় আসছে। সম্প্রতি আমার ‘সুঁই’ নামে একটি নাটক নিয়ে ভেবেছিলাম ভিউ তেমন একটা হবে না। কিন্তু দর্শকেরা নাটকটি দেখছেন। এটা মনে করিয়ে দিচ্ছে নাটকে ভালো সময় আসছে। ভবিষ্যতে ভিউ টার্গেট করে নাটক করে টিকে থাকা যাবে না। পরিবর্তনটা এভাবেই আসে।’