সাবিলা নূর
সাবিলা নূর

সাবিলার এই ৭ ছবি দেখে কে কী বলছেন

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সাবিলা অভিনীত ‘তাণ্ডব’। শাকিব খানের বিপরীতে অভিনয় করে বেশ আলোচনায় এই তারকা। ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যায়, বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। ল্যাভেন্ডারবাগানে ঘোরাঘুরি শেষে এবার তাঁকে পাওয়া গেল সমুদ্রসৈকতে
সময়–সুযোগ পেলেই ঘোরাঘুরি করতে পছন্দ করেন মডেল ও অভিনয়শিল্পী সাবিলা নূর। এবার ঘোরাঘুরি করতে গেলেন সমুদ্রসৈকতে। ইনস্টাগ্রামের স্থিরচিত্রগুলো কোন সৈকতে তোলা, তা পোস্টে পরিষ্কার করেননি।
‘তাণ্ডব’ সিনেমা মুক্তির পর বেশ ফুরফুরে মেজাজে আছেন সাবিলা নূর। যেদিকে যাচ্ছেন, বাড়তি মনোযোগ রয়েছে এই তারকার প্রতি। দেশের বাইরে ঘুরতে গিয়েও তা টের পাচ্ছেন তিনি। এটা বেশ উপভোগও করছেন এই তারকা।
জানা গেছে, সাবিলা নূর এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, সেখানে তাঁর বোন এবং পরিবারের অন্য সদস্যরাও থাকেন। গত ২৭ জুন এই তারকা যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন। ঘোরাঘুরি ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সময় কাটাতে তাঁর এই যাওয়া।
নিউইয়র্কে গিয়ে আশপাশের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়েছেন সাবিলা। গেছেন সমুদ্রপাড়েও। সেখানকার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, সূর্যের চুমু। জানা গেছে, সাবিলার এসব স্থিরচিত্র নিউইয়র্কের ব্যাবিলন সৈকতে তোলা। জানালেন, ঘোরাঘুরির ক্ষেত্রে সমুদ্রের সৌন্দর্য তাঁকে ভীষণ টানে।
নিউইয়র্কের পর সাবিলা যাবেন টেক্সাসে। সেখানে কিছুদিন কাটিয়ে ২৭ জুলাই ঢাকায় ফিরবেন সময়ের আলোচিত এই তারকা।
সাবিলা নূরের পোস্ট করা এসব স্থিরচিত্র ১৭ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্য করেছেন শতাধিক ভক্ত-শুভাকাঙ্ক্ষী। ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গাওয়া গানের লাইন জুড়ে দিয়ে মন্তব্যে কেউ লিখেছেন, ‘তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না।’ আবার কেউ লিখেছেন, ‘এখানে তোমাকে দেখতে হলিউডের নায়িকার মতো লাগছে।’ কেউ লিখেছেন, ‘সাদা পরি।’
এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সাবিলা নূর। টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, এমনকি সিনেমাও করছেন; তবে পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় তাঁকে দেখা যায়নি। এবারের ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় দিয়ে মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক ঘটে তাঁর। ‘তাণ্ডব’ সিনেমা মুক্তির আগে তাঁকে সবাই প্রথম দেখেন ‘লিচুর বাগানে’ গানে।