ভদ্র ছেলে শুভ কিংবা ভাবনার খুব প্রিয় শাড়ি

ঈদের আগে তারকারা ব্যস্ত সময় পার করছেন। কেউ শুটিং নিয়ে ব্যস্ত, কেউ কারও অপেক্ষায় দিন পার করছেন, কেউ স্মৃতিচারণায় ব্যস্ত, কেউ পরিবারকে সময় দিচ্ছেন। তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে...
শোনা যাচ্ছিল, আরিফিন শুভ অভিনীত ‘নূর’ ঈদে মুক্তি পাবে। পরে অবশ্য রোজা শুরু হওয়ার আগেই সিদ্ধান্ত থেকে সরে যায় প্রযোজনা প্রতিষ্ঠান। তাই এবার ঈদে আরিফিন শুভর কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। আপাতত মডেলিংসহ কিছু কাজে তাঁর ব্যস্ততা। ছবিটি পোস্ট করে শুভ লিখেছেন, ‘নিছক ভদ্র ছেলে..?’
ছবি: ফেসবুক
শাড়ি ভীষণ পছন্দ অভিনয়শিল্পী আশনা হাবীব ভাবনার। গত বছরের ছবিটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে তিনি লিখেছেন, ‘শাড়িটা খুব প্রিয়, দ্রুত পরতে হবে আবার।’
চিরকুটের প্রধান ভোকাল শারমীন সুলতানা সুমী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কত কিছু কত মানে, আসলটা কে যে জানে, ভেবে ভেবে হই দিশাহারা, তবু কিছু প্রেম দেখ জ্বালছে কারা।’
চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘লাল শাড়ি’ সিনেমা দুটি ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে। সিনেমার প্রচারণায় থাকার পাশাপাশি ছেলেকেও সময় দিতে হচ্ছে এই নায়িকার। ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে মা–ছেলের খুনসুটি জমে উঠল। তাঁদের স্কুল থেকে হেঁটে আসার ভিডিও করা হচ্ছিল। এই সময় মা–ছেলেকে দেখা যায় তাঁদের গাড়ি খুঁজতে। ইউটিউবে ভিডিওটি পোস্ট করা হবে উল্লেখ করে অপু ছেলে আব্রামকে তাঁর মায়ের ভক্তদের উদ্দেশে কিছু বলতে বলেন। আব্রাম খান জয় বলে, ‘হায়, মাম্মির ইউটিউব চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করো। বেল আইকন বাটন ক্লিক করো।’ ছেলের মুখে এ কথা শুনে হেসে গড়িয়ে পড়েন অপু বিশ্বাস। ছেলে ইউটিউব নিয়ে এত কিছু বোঝে জেনে অবাক অপু।
‘আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’–খ্যাত গায়ক ইমন খান এখন ঈদের গান ও মিউজিক ভিডিওর শুটিং নিয়ে ব্যস্ত। তিনি একটি মিউজিক ভিডিওর দৃশ্য ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘রাস্তাঘাটে বেরোলেই পরিচ্ছন্নতাকর্মী এই মেয়েটা আমাকে খুব ডিস্টার্ব করে। কী করব? ওরে দেখলেই আমার খুব ভয় লাগে। ওর থেকে বাঁচার উপায়? কারও কাছে কোনো সমাধান আছে কি?’
নাট্যাভিনেত্রী লারা লোটাস ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তোমার চিঠির অপেক্ষায় আছি...কিন্তু এই শহরে এখন আর কেউ চিঠি লিখে না।’ কথাগুলো লিখে তিনি ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘এই লেখার সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।’