
ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে মহিন খানের ‘টম অ্যান্ড জেরির বিয়ে’। নাটকটিতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে। এসব প্রসঙ্গে গত শুক্রবার তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’
সামাজিক যোগাযোগমাধ্যমে আবার আপনাকে নিয়ে কথাবার্তা হচ্ছে।
সামিরা খান মাহি: এটা খুবই অপ্রত্যাশিত যে একটার পর একটা ইস্যু নিয়ে এত কথাবার্তা হচ্ছে। আমি নিজেও বুঝতে পারছি না এটা নিয়ে কী বলব। আমার কাছে মনে হয়, হয়তো মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার কাছ থেকে তাদের অনেক প্রত্যাশা। কোনো না কোনো কারণে হয়তো সেই প্রত্যাশা পূরণ করতে পারছি না। আমার কাছে এ–ও মনে হয়, প্রত্যাশা পূরণ করতে না পারাটা অস্বাভাবিক কিছু নয়। আমরা তো মানুষ। মানুষের পছন্দ–অপছন্দ মাথায় রেখে আমাদের অনেক কিছু করতে হয়। সব সময় এটা সম্ভবও হয় না। আমি একদম একা একজন মানুষ। আমার আগে আমার পরিবারের কেউ বিনোদন অঙ্গনে কাজ করেনি। আমি নিজেও কোনো কিছু না জেনেই এই অঙ্গনে এসেছি। আমাকে দিকনির্দেশনা দেওয়ার মতোও কেউ ছিল না। হয়তো সে কারণে অনেক সময় এ রকমটা হয়।
কাজের চেয়ে যখন অন্য বিষয় নিয়ে আলোচনা হয়, কেমন লাগে?
সামিরা খান মাহি: কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে যখন বিতর্ক হয়, একদমই ভালো লাগে না। কারণ, একজন শিল্পী সব সময় চান যে তাঁর কাজ নিয়ে আলোচনা হোক। কিন্তু সেটা ব্যক্তিগত জীবন নিয়ে হোক, তা কেউ চান না। আমি সব সময় চাই, ব্যক্তিজীবন ও পেশাগত জীবন আলাদা থাকুক। মানুষ কথা বলবে না, তা কিন্তু নয়। পাবলিক ফিগার হলে মানুষ কথা বলবেই। কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি দুটি দুভাবে থাকুক। সে কারণে আসলে বিনোদন অঙ্গনের কারও সঙ্গে প্রেম করা হয়নি।
এবার কি এসব আলোচনা এড়ানো যেত?
সামিরা খান মাহি: যখনই কোনো বিতর্ক তৈরি হয়, আমার কখনোই লিখে বা ভিডিও বার্তা দিয়ে ব্যাখ্যা দিতে ভালো লাগে না। একটা মানুষ কত আর নিতে পারে। সবারই তো একটা সহ্যক্ষমতা থাকে। তাই হয়তো এবার কথা বলতে হয়েছে।
আপনার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও অনেক আলোচনা চলছে। আসলে কী হয়েছে?
সামিরা খান মাহি: আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। যেভাবে নিউজে উল্লেখ করা হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে—তা মোটেও হয়নি। একটু বোঝাপড়ার ভুল ছিল। প্রতিটি সম্পর্কে এই ভুল–বোঝাবুঝি থাকে। ঝগড়াঝাঁটি হয়—সেটা বন্ধুত্ব বলি, স্বামী-স্ত্রীর সম্পর্ক বলি, ভাইবোনের সম্পর্কেও ঘটে। কারণ, দুটি মানুষ পুরোপুরি আলাদা দুটি সত্তা। দুজনের ভাবনাচিন্তাও আলাদা। একই রকম তো হওয়া যায় না। সে জায়গা থেকে...এটা মানে ব্রেকআপ নয়।
এবার কাজের খবর বলুন। নতুন কী কী কাজ মুক্তি পেল?
সামিরা খান মাহি: আমার আর নিলয় ভাইয়ের নতুন একটা নাটক মুক্তি পেয়েছে। ‘টম অ্যান্ড জেরির’ বিয়ে। এই নাটকের তিন মিলিয়ন ভিউ হয়েছে। অনেক দিন পর নাটক ট্রেন্ডিংয়ে আছে। মাঝখানে কাজ কম করেছিলাম। কাজ এবার একটু সিলেকটিভলি করা হচ্ছে। মনে হচ্ছে, ভালো গল্পে যেখানে নিজেকে ভিন্ন রকমভাবে উপস্থাপন করতে পারব, সেখানে কাজ করব। চেষ্টা করছি।
ঈদের সিনেমা, সিরিজ, নাটক কী দেখলেন?
সামিরা খান মাহি: নাটকের মধ্যে অপূর্ব ভাইয়ের কয়েকটা দেখেছি। ঈদের সিনেমাও দেখা হয়েছে। ‘বরবাদ’ দেখা হয়নি, ইচ্ছে আছে শিগগিরই দেখার। প্রতি ঈদের পর পর সিনেমা দেখতে যাওয়া হয়, কিন্তু এবার আমার বড় বোনের বিয়ের অনুষ্ঠানের কারণে কিছুই করতে পারিনি।