বিয়ে করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। আজ দুপুরে মিরপুর ডিওএইচএসে শামীমের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।
পাত্রী আফসানা আক্তার একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন। আট মাস ধরে দুজনের পরিচয়, পরে বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।
বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে শামীম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
অনেকে অভিনন্দন জানিয়েছেন। দুই ঘণ্টার ব্যবধানে ছবিটিতে ৩৭ হাজারেও বেশি রিঅ্যাক্ট পড়েছে।
অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি রয়েছে শামীমের।