Thank you for trying Sticky AMP!!

দেশ–বিদেশে ফারিণের পছন্দের জায়গা...

পাহাড়, সমুদ্র, বন, জঙ্গল কিংবা ঐতিহ্য বহন করে এমন সব জায়গায় ঘুরতে পছন্দ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একসময় বাবার কর্মসূত্রে দেশের বিভিন্ন জেলায় ঘুরেছেন। সময় পেলেই পরিবারের সঙ্গে অবসর কাটিয়েছেন। অভিনয় শুরু করার পর নতুন করে আবিষ্কার করছেন পছন্দের জায়গাগুলো। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে ফারিণ জানান, দেশ ও দেশের বাইরে কোথায় ঘুরতে পছন্দ করেন সেই তালিকা।
অনেক আগে থেকে অভিনেত্রী তাসনিয়া ফারিণ ঘুরতে পছন্দ করেন। একাধিকবার কাজে ভারত গিয়েছেন ফারিণ। কাজের ফাঁকেই ঘুরেছেন জয়পুর, রাজস্থানসহ বেশ কিছু জায়গায়। ফারিণ জানান, এখন পর্যন্ত তাঁর পছন্দের জায়গা রাজস্থান। ছবি: ফারিণের সৌজন্যে
বান্দরবানে ঘুরতে যাবেন না, তা কি হয়? এমনিতে পাহাড়ি এলাকা ফারিণের পছন্দ। বান্দরবান জেলার নীলাচল, বগা লেকসহ অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন তিনি। এর মধ্যে নীলগিরি তাঁর খুব পছন্দের।ছবি: ফারিণের সৌজন্যে
বাবার কর্মসূত্রে অনেকটা সময় কেটেছে কক্সবাজারে। পড়াশোনার সময় থেকেই পছন্দের তালিকায় জায়গা করে নেয় কক্সবাজারের সৌন্দর্য। সময় পেলেই সমুদ্রপাড়ে চলে যান ঘুরতে। ছবি: ফারিণের সৌজন্যে
শৈশব থেকে পাঠ্যবইয়ে মালদ্বীপের সঙ্গে পরিচয়। তখন থেকে ইচ্ছা ছিল দেশটি দেখার। সম্প্রতি সেই ইচ্ছা পূরণ হয়েছে। ভালোবেসেছেন দেশটিকে। মালদ্বীপের সমুদ্রপাড়ে সময় কাটাতে তাঁর অনেক ভালো লাগে। ছবি: ফারিণের সৌজন্যে
তবে পছন্দের তালিকায় রাখতে চান সিলেটের জাফলংকেও। জায়গাটির সৌন্দর্য ফারিণকে আকর্ষণ করে। ছবি: ফারিণের সৌজন্যে
একসময় চট্টগ্রামেও ছিলেন। বাসার পাশেই ছিল ফয়’স লেক। জায়গাটা খুব পছন্দের ফারিণের। চট্টগ্রামে গেলে একবারের জন্য হলেও চেষ্টা করেন ফয়’স লেক ঘুরে আসতে। একসময় প্রতিদিন বাসা থেকে ফয়’স লেক দেখতে পেতেন। ছবি: ফারিণের সৌজন্যে
যুক্তরাজ্য ঘুরে দেখার ইচ্ছা ছিল অনেক দিনের। সেই সুযোগ হয়েছিল। ঘুরতে গিয়ে ওয়েস্ট লন্ডনের এলিং ফারিণের মনে জায়গা করে নিয়েছে। ঐতিহ্যসমৃদ্ধ জায়গাটা তাঁর খুবই পছন্দের। ছবি: ফারিণের সৌজন্যে