পরীমনি ও শরীফুল রাজ জুটির প্রথম সিনেমা ‘গুণিন’ দর্শকেরা দেখতে পারবেন ঈদের চতুর্থ দিন রাত ১০টা ৩০ মিনিটে
পরীমনি ও শরীফুল রাজ জুটির প্রথম সিনেমা ‘গুণিন’ দর্শকেরা দেখতে পারবেন ঈদের চতুর্থ দিন রাত ১০টা ৩০ মিনিটে

চরকির ৭ সিনেমা টিভিতে দেখা যাবে

ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকির সাতটি অরিজিনাল ফিল্মের। চ্যানেল নাইন-এ ঈদের দিন থেকে পরের ছয় দিন রাত ১০টা ৩০ মিনিটে সিনেমাগুলো দেখতে পারবেন দর্শকেরা।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম অভিনীত সিনেমা, সিয়াম-বুবলী জুটির প্রথম কাজ, পরীমনি ও রাজ জুটির একমাত্র কনটেন্ট—সবই থাকছে দর্শকদের জন্য।
ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, ডিপজলসহ অনেকে।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির দৃশ্য। চরকি

একই সময়ে ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘টান’। এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করেন সিয়াম ও বুবলী। ভিকি জাহেদ পরিচালিত সুনেরাহ বিনতে কামাল, জিয়াউল রোশান ও খায়রুল বাসার অভিনীত ‘শুক্লপক্ষ’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন।

পরীমনি ও শরীফুল রাজ জুটির প্রথম সিনেমা ‘গুণিন’ দর্শকেরা দেখতে পারবেন ঈদের চতুর্থ দিন রাত ১০টা ৩০ মিনিটে। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। একই সময়ে ঈদের পঞ্চম দিন প্রচার হবে অনম বিশ্বাস পরিচালিত, চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমা ‘দুই দিনের দুনিয়া’।

চরকি অরিজিনাল সিনেমা ‘পুনর্মিলনে’ -এ জুটি হিসেবে আত্মপ্রকাশ ঘটছে সিয়াম-ফারিণের

ঈদের ষষ্ঠ ও সপ্তম দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলনে’ ও আদনান আল রাজিব পরিচালিত ‘ইউটিউমার’। ‘পুনর্মিলনে’-তে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। অন্যদিকে ‘ইউটিউমার’-এ আছেন প্রীতম হাসান ও জিয়াউল হক পলাশ।