এবারের ঈদে ‘আশিকী’সহ বেশ কয়েকটি নাটক দিয়ে আলোচনায় ছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা। ঈদের পর ছুটি কাটাতে মালয়েশিয়া ও থ্যাইল্যান্ডে গিয়েছিলেন নীহা। নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক নীহা সম্পর্কে কিছু তথ্য-
বিনোদন ডেস্ক
‘আমি আর প্রকৃতি’ ক্যাপশন দিয়ে নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নীহা। সবুজের মধ্যে হাজির হয়েছেন সবুজ শাড়িতে। অভিনেত্রীর ফেসবুক থেকে অভিনেত্রীর নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরা। কাল রাতে পোস্ট করা ছবিগুলোয় প্রতিক্রিয়া এসেছে ১৩ হাজারের বেশি। অভিনেত্রী ফেসবুক থেকে মন্তব্যের ঘরে নীহাকে শুভকামনা জানিয়েছেন অনেক ভক্ত-অনুসারী। কেউ কেউ তাঁর নাটক দেখে ভালো লাগার কথাও জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিজ্ঞাপন
কেউ আবার সবুজের রাজ্যে তাঁর সাজপোশাকের প্রশংসাও করেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিজ্ঞাপন
এর আগে নীহা থাইল্যান্ডে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন। কো সামুই দ্বীপে তোলা তাঁর ছবিগুলোও পছন্দ করেছেন ভক্তরা। অভিনেত্রীর ফেসবুক থেকে এসব ছবিতেও সমুদ্রের নীলের সঙ্গে মিলিয়ে নীল পোশাক পরেছিলেন নীহা। অভিনেত্রীর ফেসবুক থেকেভ্রমণ নিয়ে প্রথম আলোকে নীহা বলেছিলেন, ‘ঈদের আগে টানা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই নতুন উদ্যমে ফেরার জন্য ঘোরাঘুরি দরকার। ঘোরাঘুরিটা আমার কাছে শান্তির।’ অভিনেত্রীর ফেসবুক থেকেঘোরাঘুরির ক্ষেত্রে পাহাড় বেশি পছন্দ হলেও ইদানীং সমুদ্রেই নীহার যাওয়া হয় বেশি। এবারও ঘুরছেন দ্বীপ থেকে দ্বীপে। অভিনেত্রীর ফেসবুক থেকে নীহা বলেন, ‘আমার গাছপালা খুবই পছন্দ। সবুজের কাছে গেলে স্বস্তি পাই। তবে সমুদ্র ভালো লাগে না, এমনটা মোটেও না। সময় পেলেই ঘুরতে বের হই।’ অভিনেত্রীর ফেসবুক থেকে