Thank you for trying Sticky AMP!!

অভিনেত্রী তানজিন তিশার আসলে কী হয়েছিল?

তানজিন তিশা

হঠাৎ গত রাতে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানজিন তিশা। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই অভিনেত্রীকে। রাত থেকে দুপুর পর্যন্ত সেখানেই চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, এখন বাসায় ফিরেছেন তিনি। আগের চেয়ে সুস্থ আছেন। এদিকে এই অভিনেত্রী অসুস্থ হওয়ার পর থেকেই অনলাইন নিউজ পোর্টালগুলোয় নানা কথা ছড়িয়ে পড়েছে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘আমাদের অভিনয়শিল্পী তানজিন তিশা গত রাতে অসুস্থ হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন বাড়িতে আছে। অনেকটাই সুস্থ। কিন্তু এর মধ্যে কেউ কেউ খবর প্রচার করছে, সে নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। আমার প্রশ্ন, তারা কোথায় থেকে এই তথ্য পেয়েছে। তিশার পরিবারের কেউ কি তাদের বলেছেন? নাকি একজন অভিনেত্রীকে নিয়ে ইচ্ছেমতো লিখেছে?’

Also Read: সাগরপাড়ে তানজিন তিশা

তানজিন তিশা

এই সময় নাসিম আরও বলেন, ‘এটা যে একটা শিল্পীর ওপর খারাপ ইম্প্রেশন তৈরি করতে পারে, সেটা যারা উল্টাপাল্টা খবর প্রচার করছে, তাদের বোঝার দরকার ছিল। এখন কেন কী হয়েছিল, সেটা সে ভালোভাবে সুস্থ হলেই জানা যাবে। কারও সঙ্গে কোনো কথা বলা ছাড়াই যা ইচ্ছা এটা যেন কেউ লিখতে না পারে, সেটা নিয়ে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলব।’

গত মাসের শেষের দিকে আত্মহত্যা করেন অভিনেত্রী হোমায়রা হিমু। তাঁর মৃত্যুর পরে তানজিন তিশা আত্মহত্যা নিয়ে গণমাধ্যমে বলেছিলেন, ‘আমাদের মিডিয়ায় আত্মহত্যা বেড়েছে, এই ধারণাটা ভুল। কেউ যদি ডিপ্রেশন থেকে আত্মহত্যা করে, তাহলে সেটা একদমই ভুল। এটি শুধু আমাদের শোবিজ অঙ্গনেই হচ্ছে না, বরং সারা বাংলাদেশেই হচ্ছে। কিন্তু আমাদের চোখে শুধু পড়ে মিডিয়াতে কী হচ্ছে না হচ্ছে। নেগেটিভ থেকে বেরিয়ে আমাদের পজিটিভ চিন্তা করতে হবে। তাহলে আমাদের জন্যই ভালো।’

শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম

আত্মহত্যার বক্তব্যের প্রসঙ্গ টেনে নাসিম আরও বলেন, ‘সম্প্রতি তানজিন তিশা আত্মহত্যা নিয়ে সচেতনতামূলক কথা বলেছে। সেখানে এমন ঘটনা আমাদের কাছে অপ্রত্যাশিত। কী হয়েছিল, সেটা শিগগির জানা যাবে। একটু সুস্থ হলেই আমরা তার সঙ্গে কথা বলব। কিন্তু অনুরোধ করব বিভ্রান্তি না ছড়াতে।’

নাসিমসহ সংশ্লিষ্টদের মতে, এখন তিশার অসুস্থতা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তিশার পুরোপুরি সুস্থ হয়ে ফিরলে তিনিই বিষয়টি নিয়ে ব্যাখা দেবেন।

এদিকে বেশ কিছু অনলাইন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে আরেক অভিনেতা মুশফিক আর ফারহানের সম্পর্ক প্রায় দেড় বছর ধরে। তাঁরা বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করেন। এভাবেই তাঁদের মধ্যে প্রেম হয়। পরে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। এই ঘটনা আসলেই কতটুকু সত্য, সেটা জানার জন্য দুই অভিনয়শিল্পীর সঙ্গে একাধিকবার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়।

‘কঞ্জুস ২’ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও মুশফিক আর ফারহান

সর্বশেষ তানজিন তিশার মুঠোফোনে কল দিলে এই অভিনেত্রীর সহকারী আল-আমিন ধরেন। তিনি বলেন, ‘যে ঘটনা ছড়িয়েছে, তেমন কিছুই নয়। সেগুলো মিথ্যা। আপা এখন ঘুমাচ্ছেন।’ কেন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, জানতে চাইলে আল-আমিন বলেন, ‘হঠাৎ আপার ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দেয়। যে কারণে হাসপাতালে ভর্তি করতে হয়। আপা ঘুম থেকে উঠলেই এসব নিয়ে কথা বলবেন।’

এদিকে মুশফিক ফারহান হোয়াটসঅ্যাপে জানান, তিনি এগুলো নিয়ে কথা বলবেন। বর্তমানে তিনি মায়ের পাশে রয়েছেন। মাকে সময় দিচ্ছেন।

Also Read: কীসের উদযাপনে মেতেছেন তানজিন তিশা?