Thank you for trying Sticky AMP!!

এমআর–নাইন: গুপ্তচর চরিত্রে কে এই সাক্ষী প্রধান

কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত ‘এমআর–নাইন: ডু অর ডাই’ সিনেমায় দেবী নামে এক ভারতীয় গুপ্তচর চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী সাক্ষী প্রধান। গতকাল প্রকাশ্যে আসা সিনেমার ট্রেলারে আবেদন ছড়িয়েছেন তিনি। সাক্ষী প্রধানকে নিয়ে থাকল আরও তথ্য।
২০১৮ সালে টিভি ধারাবাহিক ‘নাগিন ৩’ ও ২০১৯ সালে জিফাইভের ‘পয়জন’ সিরিজে অভিনয় করে পরিচিতি পান সাক্ষী প্রধান; পাশাপাশি ‘রাগিনি এমএমএস’, ‘পয়জন ২’, ‘পেশওয়ার’সহ বেশ কয়েকটি সিনেমা–সিরিজে ছোটখাটো চরিত্রে পাওয়া গেছে তাঁকে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও তিনি পরিচিত। ‘কিসড বাই দ্য সি’, ‘সেক্সি সাক্ষী সিজন ৩’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাক্ষী প্রধান বলেন, ‘সিনেমার কাস্টিং ডিরেক্টর মনিকা ইনস্টাগ্রামে আমাকে দেখে সিনেমাটি করার প্রস্তাব দেন। হলিউডের সিনেমায় কাজ করছি, এটা এখনো বিশ্বাস করতে পারছি না। এটা স্বপ্নের মতো।’
ভারতের বাইরে সাক্ষীর এটিই প্রথম আন্তর্জাতিক সিনেমা, মে মাসে কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মে সিনেমার ট্রেলার উন্মোচন করা হয়। সেখানে সাক্ষীও অংশ নিয়েছিলেন
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের সিলভার নাইনের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। সাক্ষী ছাড়াও অভিনয় করেছেন এ বি এম সুমন, ফ্র্যাঙ্ক গ্রিলোসহ আরও অনেকে

Also Read: ‘এম আর নাইন’ ছাড়লেন মিম