পড়ালেখায়ও তাঁরা কম নন। চলুন, একনজরে দেখে নেওয়া যাক দক্ষিণ ভারতীয় তারকাদের পড়ালেখার দৌড়।
বিনোদন ডেস্ক
হায়দরাবাদের শ্রীচৈতন্য কলেজ থেকে প্রকৌশলে ডিগ্রি নিয়েছেন বাহুবলীখ্যাত অভিনেতা প্রভাস
বিজ্ঞাপন
অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ার সিদ্ধার্থ ডিগ্রি কলেজ থেকে স্নাতক করেছেন রবি তেজা
বিজ্ঞাপন
নায়ক সুরিয়া চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি নিয়েছেন হায়দরাবাদের এমএসআর কলেজ থেকে বিবিএ করেছেন আল্লু অর্জুনচেন্নাইয়ের লয়োলা কলেজে বাণিজ্যে পড়ালেখা করেছেন মহেশ বাবু।মালয়লম অভিনেতা দুলকার সালমান যুক্তরাষ্ট্রে পড়েছেন বিজনেস ম্যানেজমেন্টেকম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক তামিল অভিনেতা ধানুশ।অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতক পৃথ্বীরাজ সুকুমারনথালাপতি বিজয় পড়েছেন ভিজুয়াল কমিউনিকেশনে। তিনি ছিলেন চেন্নাইয়ের লয়োলা কলেজের শিক্ষার্থীমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার পর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছেন কার্থি