গোয়েন্দা টিভি সিরিজে অভিনয় করে পুলিশের জেরার মুখে পড়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী মেলিসা সোজেন। উগ্রবাদী প্রচারণার সঙ্গে জড়িত সন্দেহে সম্প্রতি তাঁকে ইস্তাম্বুলে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর বিবিসির
২০১৭ সালে ফরাসি স্পাই সিরিজ ‘দ্য ব্যুরো’তে অভিনয় করেন মেলিসা। আলোচিত এই সিরিজে তাঁকে দেখা যায় ডাবল এজেন্টের চরিত্রে, যে ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে। এত আগে মুক্তি পাওয়া সিরিজটি নিয়ে এখন বিতর্কের কারণ ‘দ্য ব্যুরো’ সিরিজে মেলিসা অভিনীত ‘এসরিন’ চরিত্রের পোশাক। এ চরিত্রে ব্যবহৃত পোশাকের অনুরূপ পোশাক সম্প্রতি সিরিয়াভিত্তিক কুর্দি গোষ্ঠী ওয়াইপিজির সদস্যের পরতে দেখা গেছে, তুরস্ককে এই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী দল মনে করা হয়।
ইস্তাম্বুলভিত্তিক সংবাদ সংস্থা ডেমিরোরেন নিউজের খবর অনুযায়ী, দেশের বাইরে থেকে ফেরার পর মেলিসাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তিনি পুলিশকে একটি লিখিত বিবৃতি দেন।
তবে ৩৯ বছর বয়সী অভিনেত্রীকে আটক করা হয়নি বলেও জানায় সংবাদ সংস্থাটি। জানা গেছে, মেলিসা পুলিশকে বলেছেন, সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় যারপরনাই বিরক্ত তিনি। ‘“দ্য ব্যুরো”কোনো গোপন প্রকল্প নয়, মুক্তির পর ফ্রান্সে ব্যাপক জনপ্রিয় হয় সিরিজটি।’ পুলিশকে বলেন মেলিসা।
তুরস্কের আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেত্রীদের একজন মেলিসা। ২০১৪ সালে তিনি নুরি বিলগে জেইলানের ‘উইন্টার স্লিপ’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতে নেয়।