মেরিল স্ট্রিপ, লিয়া সেদুর সঙ্গে কানে হাজির সেই মেসি
বিনোদন ডেস্ক
গত মঙ্গলবার শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। লালগালিচায় তারকাদের উপস্থিতি, ছবির প্রিমিয়ার মিলিয়ে প্রথম দিনেই জমে উঠেছে উৎসব। ছবিতে দেখে নেওয়া যাক উৎসবের ঝলক।
ফটোকলে ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ সিনেমার দুই অভিনয়শিল্পী লুই গ্যারেল ও লিয়া সেদু। প্রতিযোগিতা বিভাগের বাইরের সিনেমাটি প্রদর্শনীর মধ্যমে শুরু হয়েছে এবারের উৎসব। ছবি: রয়টার্সস্বর্ণপাম হাতে অভিনেত্রী মেরিল স্ট্রিপ। উৎসবের উদ্বোধনী দিনে অভিনেত্রীর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেওয়া হয়। ছবি: রয়টার্স
বিজ্ঞাপন
নন্দিত মার্কিন পরিচালক গ্রেটা গারউইগ। এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করছেন তিনি। ছবি: রয়টার্স
মূল প্রতিযোগিতা বিভাগের আরেক বিচারক ইভা গ্রিন। জনপ্রিয় এই ফরাসি অভিনেত্রী উৎসবের উদ্বোধনী দিনে এভাবেই ক্যামেরাবন্দী হন। ছবি: রয়টার্স
বিজ্ঞাপন
গত বছর কানে স্বর্ণপাম জয় করা ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমায় কাজ করে আলোচনায় আসে কুকুর মেসি। গত বছরের কানে আলোচিত এই কুকুর হাজির ছিল এবারের অস্কারে। এরপর ৭৭তম কান উৎসবে আবারও দেখা মিলল মেসির। ছবি: রয়টার্স