বিদ্যা সিনহা মিম ও তাঁর স্বামী সনি পোদ্দার
বিদ্যা সিনহা মিম ও তাঁর স্বামী সনি পোদ্দার

‘যতটুকু প্রাণের সঞ্চার, ততটুকুই ভালোবাসার গতি’

ভালোবাসা দিবসে তারকারা ফেসবুকে নতুন স্থিরচিত্র পোস্ট করেছেন। প্রকাশ করেছেন মনের অনুভূতি। একনজরে দেখে নেওয়া যাক কে কী বলেছেন—
সংগীতশিল্পী ফাহমিদা নবী ভক্ত-শুভাকাঙ্ক্ষী সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ভালোবাসতে খুব বেশি কিছু লাগে না। সরল আত্মবিশ্বাসই যথেষ্ট। কারণ, নিজের জন‍্যই মানুষ উজাড় করে ভালোবাসে। বাকি বিষয় অবহেলার। সেখানে হারায় সবটাই। তাই যতটুকু প্রাণের সঞ্চার, ততটুকুই ভালোবাসার গতি…। ভালোবাসো ভালোবাসার মতো করে।’
অভিনয়শিল্পী জাকিয়া বারী মম লিখেছেন, ‘বসন্ত-পূর্ণিমা-ভালোবাসা মিলেমিশে একাকার হোক সকল সুন্দর আশা ...।’
মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম স্বামী সনি পোদ্দারের সঙ্গে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে মিম তাঁর স্বামীর উদ্দেশে লিখেছেন, ‘একেবারে শুরু থেকেই তুমি আমার মন চুরি করেছ।’
অভিনয়শিল্পী দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন। মাঝেমধ্যে তাঁরা দেশে আসেন। ভালোবেসে তাঁরা ভালোবাসা দিবসেই সংসারজীবন শুরু করেছিলেন। দিনটি কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে টনি ডায়েস লিখেছেন, ‘প্রতিদিন, তবে বিশেষ করে আজকের দিনটি আমার ভালোবাসার মানুষ প্রিয়ার সঙ্গেই উদ্‌যাপন করি। ভালোবাসা দিবসে আমাদের বিবাহবার্ষিকী। এই দিন আমাদের একসঙ্গে পথচলার শুরুর কথা মনে করিয়ে দেয়।’
অভিনয়শিল্পী শামীমা তুষ্টি কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি জুড়ে দিয়েছেন এই লাইনগুলো, ‘আজ ভালোবাসার দিনে জানিয়ে দিলাম তোমায়, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আজ তোমার তরে, একটু কষ্ট ছোট ছোট ব্যথা সয়ে, অগণিত সুখে প্রদীপ জ্বালি আমি, ক্লান্ত পথ আর কিছু স্বপ্ন এঁকে, অল্প পাওয়া আর অন্তহীন চাওয়ায়, ছুটে যাব আজ ভেঙে বাধা সব কষ্টহীন অজানায়!’