সফল অভিনেত্রীদের মধ্যে অনায়াসেই বলা যায় অ্যানেট বেনিংয়ের কথা। বাফটা, গোল্ডেন গ্লোবসহ বড় বড় সব আয়োজন থেকে পুরস্কার পেয়েছেন। কিন্তু বহু প্রত্যাশিত অস্কারে পাঁচবার মনোনয়ন পেলেও শূন্য হাতে ফিরতে হয়েছে। আজ এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর জানা–অজানা বিষয়গুলো জেনে নিতে পারেন।
