পূর্ণিমা
পূর্ণিমা

পূর্ণিমার ‘অন্য রকম আমি’ আর রোমানার ‘টিউলিপ মুহূর্ত’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী পূর্ণিমা, রোমানা, জোভানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
চিত্রনায়িকা পূর্ণিমা এখন অভিনয়ে অনিয়মিত। তাঁর অভিনীত একাধিক চলচ্চিত্রের শুটিং আটকে আছে। নতুন কোনো চলচ্চিত্রেও অভিনয়ের খবরে নেই তিনি। তবে রান্নাবিষয়ক একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করবেন। বেশ কিছুদিন ধরে এই রিয়ালিটি শোর শুটিংয়ে ব্যস্ত তিনি। মাঝেমধ্যে ফেসবুকে স্থিরচিত্র পোস্ট করেন। এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘অন্য রকম আমি।’
গায়িকা আঁখি আলমগীর ফেসবুকে বেশ সরব থাকেন। বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন। একগুচ্ছ স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে আঁখি আলমগীর লিখেছেন, ‘এ রকমটাই আমি।’
দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘ফুলবাহার’–এ অভিনয় করেছেন মামুনুর রশীদ ও আহসান হাবিব নাসিম। গত বছরের মাঝামাঝিতে নাটকটির প্রচার শুরু হয়। এই নাটকের শুটিং সময়ের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে নাসিম লিখেছেন, ‘পোশাক যা–ই হোক…সাধারণ লোক …।’
নতুন নাটক ‘মেঘের বৃষ্টি’র একটি পোস্টার ফেসবুকে পোস্ট করে জোভান লিখেছেন, ‘হৃদয়ের আকাশে জমেছে মেঘ, মেঘের বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি।’
লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী শানারৈই দেবী শানু ফেসবুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘ওহে মানুষ, তুমি প্রতিমুহূর্তে আপন ইতিহাস নিজের হাতেই রচনা করে চলেছ, সেই ইতিহাস মুছে ফেলো না কভু! ইতিহাস কখনো মোছা যায় না! সময়ের খাতায় সব দাগ নিভৃতে রয়ে যায়। কারণ, তুমি নীরবে নিঃশব্দে হলেও প্রকৃতির কাছে রেখে যাচ্ছ তোমার ইতিহাসে স্মৃতির পদাঙ্ক! তোমার প্রতিমুহূর্তকে তুমি বরং সত্য, সুন্দর ও আলোকিত করার চেষ্টায় থাকো। আমি তো সময়ের নোনাবালি–তীর ধরে শুধু তোমার পদাঙ্ক এঁকে যাই …।’
একসময়ের মডেল ও অভিনয়শিল্পী রোমানা বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী। স্বামী–সন্তানের সঙ্গে থাকেন যুক্তরাষ্ট্রে। সময়–সুযোগ পেলে ঘোরাঘুরি করেন। স্বামীর সঙ্গে ঘোরাঘুরির এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘টিউলিপ মুহূর্ত।’
যাহের আলভী তরুণ অভিনয়শিল্পী যাহের আলভী ‘কথা দাও’ নাটকের শুটিং সময়ের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কথা দাও’ নাটকটি আপনাকে ইনস্ট্যান্ট কক্সবাজারে নিয়ে যাবে। আপনি অনুভব করবেন, ঘটনা আপনার সামনেই ঘটছে। কথা দিলাম।’