চঞ্চল বললেন, আমরা আপনাকে ভালোবাসি আর তিশা বললেন...
বিনোদন প্রতিবেদক
বিনোদনজগতের তারকারা প্রতিদিন ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে যেতে চান। ভক্ত ও অনুসারীরাও সেসব ছবি দেখে আপ্লুত হন। ইনস্টাগ্রাম থেকে তেমনই কিছু দেশি তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।
২০২৩ সালে ২৯ জুন মুক্তি পায় ‘প্রিয়তমা’। শাকিব খানের এই ছবি ব্লকবাস্টার ব্যবসা করে। মুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে ছবিতে শাকিব খানের ভাইরাল বৃদ্ধ লুকের সেই পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ইন্ডাস্ট্রি হিট “প্রিয়তমা” বাংলা সিনেমার জন্য এক উল্লেখযোগ্য অধ্যায়। এই দশকের প্রেমের আইকন হিসেবে “প্রিয়তমা” ছবির দুই বছর পূর্ণ হলো।’
বিজ্ঞাপন
নতুন কাজের খবরে নেই নুসরাত ফারিয়া। তবে ইনস্টাগ্রামে সরব রয়েছেন তিনি। চেকইন কখনো দেখা যাচ্ছে নিউইয়র্কে। এ মুহূর্তে কোথায় আছেন, সে বিষয়টি জানা না গেলেও একের পর এক নিজের স্থিরচিত্র পোস্ট করেছেন। এই স্থিরচিত্র পোস্ট করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘চোখে তাঁর শান্তির ছোঁয়া, অন্তরে আলোর দীপ্তি। তাকে ভালোবাসা হোক, তাকে সম্মান করুক এই পৃথিবী।’
বিজ্ঞাপন
ঈদে দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। ‘ইনসাফ’ সিনেমায় অতিথি চরিত্রে আর ‘উৎসব’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘উৎসব’–এ তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন অগ্রজ অভিনয়শিল্পী জাহিদ হাসানকে। ‘উৎসব’–এ জাহিদ হাসান ‘খাইস্টা জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী অভিনয়শিল্পী চঞ্চল প্রায় সময় সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের স্কেচ আঁকেন। এবার তিনি আঁকলেন জাহিদ হাসানের। ইনস্টাগ্রামে এটি পোস্ট করে লিখেছেন, ‘চেনা যায় ভদ্রলোককে? উনি খাইস্টা জাহাঙ্গীর..., তাঁকে দেখার জন্য “উৎসব”দেখুন। সিনেমা হলে “উৎসব” চলছে মহাসমারোহে ...। দেশে-বিদেশে!’ চঞ্চল চৌধুরী ‘উৎসব’ সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছাড়া আরও দুই ভূতের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও অপি করিম। পোস্টের শেষে তাই লিখেছেন, ‘তিন ভূতসহ “উৎসব” টিমের পক্ষ থেকে জাহাঙ্গীরের জন্য এটি একটি প্রীতি উপহার। আমরা আপনাকে ভালোবাসি জাহিদ হাসান ভাই।’এক দিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে তৌসিফ মাহবুব অভিনীত ‘চুপকথা’ নাটকটি। এই নাটক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। এক দিনে এই নাটকের ভিউ প্রায় ২০ লাখের কাছাকাছি। এরই মধ্যে তৌসিফ স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, চলো হারিয়ে যাই। জানা গেছে, এটি তৌসিফ অভিনীত নতুন নাটক।কিছুদিন ধরে নতুন কাজে দেখা যাচ্ছে না তানজিন তিশাকে। মাঝে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন এই তারকা। যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির বিভিন্ন স্থিরচিত্র প্রকাশ করেছেন নিজের ফেসবুক, ইনস্টাগ্রামেও। এই স্থিরচিত্র পোস্ট করে তিশা লিখেছেন, ‘যতটা দূরে থাকা যায়।’অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘এই বিকেলটা ছবিতে ধরে রাখতে ইচ্ছে করল।’তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী তটিনীর সামাজিক যোগাযোগমাধ্যম বলছে, তিনি ঘোরাঘুরিতে ব্যস্ত রয়েছেন। ছুটির আমেজে থাইল্যান্ডে ঘুরতে গেছেন তিনি। দেশটির অং থং ন্যাশনাল পার্কে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘সুন্দরের খোঁজে ছুটে চলা।