আজকের এই দিনে বিভিন্ন সময় মারা যান বিশ্বের ১০ অভিনয়শিল্পী ও কলাকুশলী। কেউ হৃদ্রোগে আক্রান্ত হয়ে, কেউ আবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। আজ ১২ এপ্রিল অভিনয়শিল্পী, কমেডিয়ানদের এই তালিকায় কারা আছেন, একনজরে দেখে নিতে পারেন ছবিতে...
হলিউডের সবাক যুগের গুণী অভিনেতা জেমন গ্লেসন (৭৬) ছিলেন একাধারে লেখক ও অভিনেতা। তিনি ‘হেয়ার কামস মিস্টার জর্ডান’ সিনেমার অভিনয় করে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। এই অভিনেতা ১৯৫৯ সালে ১২ এপ্রিল মারা যান।পঞ্চাশের দশকে জার্মান সিনেমা ও সিরিজে অভিনয় করে আলোচনা আসেন কার্ল জেফ। এই অভিনেতা হঠাৎ করেই ১২ এপ্রিল ১৯৭৪ সালে মারা যান। ৭২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
চারবার এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা পল ফোর্ড (৭৪)। জনপ্রিয় এই হলিউড অভিনেতা ১৯৭৬ সালের আজকের দিনে প্রয়াত হন।
বিজ্ঞাপন
হলিউড অভিনেত্রী রুথ টেইলর এক্সট্রা চরিত্র দিয়ে অভিনয়ে পা রাখেন। তিনি ১৯২৮ সালে ‘জেন্টলমেন প্রেফার ব্লনডেজ’ সিনেমা দিয়ে পরিচিতি পেয়েছিলেন। তিনিও ১৯৮৪ সালের আজকের দিনে প্রয়াত হন।ভারতীয় জনপ্রিয় অভিনেতা ও গায়ক রাজকুমার চল্লিশের দশকে তুমুল আলোচিত ছিলেন। তিনি ২০০৬ সালে আজকের দিনে প্রয়াত হন। ‘শংকর গুরু’ ছিল তাঁর অভিনীত আলোচিত সিনেমা।ফিলিপাইনের জনপ্রিয় অভিনেতা পালিতো ২০১০ সালে ৭৬ বছর বয়সে প্রয়াত হন। কমেডিয়ান হিসেবে তিনি এখনো ফিলিপাইনের আলোচিত নাম। ‘ফ্যান্টাস্টিক ফোর’, ‘দ্য পানিশার’সহ একাধিক জনপ্রিয় সিনেমার চিত্রনাট্যকার মিশেল ফ্রান্স ২০১৩ সালের আজকের দিনে প্রয়াত হন। তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। মাত্র ৫১ বছর বয়সে তিনি মারা যান।অভিনেত্রী জর্জিয়া অ্যাঞ্জেল পাঁচবার প্রাইমটাইম এমি পুরস্কারে মনোনয়ন পেয়েছেন। হলিউডের জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী ৭০ বছর বয়সে ২০১৯ সালের ১২ এপ্রিল প্রয়াত হন।জনপ্রিয় কমেডিয়ান টিম ব্রক টেলর ২০২০ সালের আজকের দিনে প্রয়াত হন। ‘দ্য গুডিস’খ্যাত এই অভিনেতা করোনায় আক্রান্ত হয়ে মারা যান।১০. হলিউড অভিনেতা পিটার হাসকেল (৭৫) ‘ডার্ক জাস্টিস’, ‘চাইল্ডস প্লে’ কাজগুলো দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন। এই অভিনেতাও ২০১০ সালের আজকের দিনে প্রয়াত হন।