
শ্রদ্ধা পেতে হলে অন্যকে শ্রদ্ধা করতে হবে।বালতাসার গ্রেসিয়ান, স্প্যানিশ লেখক ও দার্শনিক (১৬০১–১৬৫৮)
মানুষকে যাতনা ভোগ করতেই হয়। যখন সত্যিকার কোনো কারণ থাকে না, তখন সে নিজেই তা উদ্ভাবন করে।হোসে মার্তি, কিউবান জাতীয় বিপ্লবের নেতা ও সাহিত্যিক (১৮৫৩–১৮৯৫)
যে মানুষ কোনো কারণের জন্য মরে না, সে বাঁচার উপযুক্ত নয়।মার্টিন লুথার কিং জুনিয়র, মার্কিন নেতা (১৯২৯–১৯৬৮)
আগে সত্য জানো, তাহলে চাইলে তা বিকৃত করতে পারবে।মার্ক টোয়েন, মার্কিন সাহিত্যিক (১৮৩৫–১৯১০)