ভালো, মন্দ নয়তো মোটামুটি—এর বাইরে কিছু? হ্যাঁ, এর বাইরেও পেশা অনুযায়ী কিছু উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। নিজের সঙ্গে মিলে যায় কি না, দেখুন...

মুড়ির কোম্পানিতে আপনার চাকরি কেমন চলছে?
জীবনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে।
ইতিহাসবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠানে আপনার চাকরি কেমন চলছে?
এই চাকরির কোনো ভবিষ্যৎ নেই।
ঘড়ির কোম্পানিতে আপনার চাকরি কেমন চলছে?
বুঝতে পারছি না এখনো, টাইম উইল সে।
আলকাতরার কোম্পানিতে চাকরি কেমন চলছে?
ভবিষ্যৎ পুরো অন্ধকার।
ট্রাভেল এজেন্সিতে আপনার চাকরি কেমন চলছে?
মনে হয়, অন্য কোথাও চাকরি খুঁজতে যেতে হবে।
পিৎজা কোম্পানিতে আপনার চাকরি কেমন চলছে?
আর বলবেন না, বস সারাক্ষণ কানের কাছে প্যানপ্যান করে।
কলা দিয়ে তৈরি জুসের ফ্যাক্টরিতে আপনার চাকরি কেমন চলছে?
ভাগ্যটাই খারাপ। বারবার বিদেশ ট্যুরটা স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছে।
গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করতে কেমন লাগছে?
খুবই চমৎকার। আমি আমার ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাচ্ছি।